এখন জনপদে
0

ময়মনসিংহে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে রেলওয়েতে কর্মরত কর্মচারীরা। স্টেশন তত্ত্বাবধায়কের অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তারা জানান, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়েতে কর্মরত কর্মচারীদের মাইলেজ সুবিধা চালু ছিল।

কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের মাইলেজ সুবিধা বন্ধ করে দেয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনো মাইলেজ সুবিধা পেলেও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মরত কর্মচারীদের পেনশন সহ বিভিন্ন সুবিধা বাতিল করা হয়।

মাইলেজ ও পেনশন সুবিধা আগের নিয়মে না পেলে ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

ইএ