সমাবেশে বক্তারা দলীয় কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর শাখা জামায়াতের আমীর মো. এনামুল হক প্রমুখসহ অন্যান্যরা।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার গাড়িবহরের গতিরোধ করে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি তার গাড়ি থেকে নামেননি।
এরআগে রোববার (১২ জানুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ইউনিয়ন জামাতের আমীর মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে স্থানীয় জামায়াত কর্মী খোকন মোল্লার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খোকন মোল্লা আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে ও স্থানীয় জামায়াতের কর্মী ছিলেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিরপুর থানায় ইউনিয়ন জামাতের আমীর মকলেসুর রহমান মুকুল বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় আরো ৩০-৪০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।