আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের হাতে তথ্য সংগ্রহের ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।
নগরীর সিকে ঘোষ রোড এলাকায় গিয়ে দেখা যায় বাসায় বাসায় গিয়ে হালনাগাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলার ১৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজে ৩৮৯জন সুপারভাইজার এবং ১ হাজার ৮৩৬জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত রয়েছেন।
নতুন ভোটার অন্তর্ভুক্তি ছাড়া ভোটার স্থানান্তর, মৃত ভোটারের তথ্য সংগ্রহের কাজও চলবে এই একই সাথে।
আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিলের আগ পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।