
ইসরাইলি হামলার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা
লেবাননে এবার স্থল অভিযান শুরু করলো ইসরাইলি বাহিনী। তাদের দাবি হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে, রাজধানী বৈরুতজুড়ে অব্যাহত রয়েছে তীব্র বিমান হামলা। এতে সোমবার (৩০ সেপ্টেম্বর) একদিনেই মারা গেছেন অন্তত ৯৫ জন। এদিকে হামলার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা। ইসরাইলি আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া ও ইরান।

গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল নিউইয়র্ক
গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের মধ্যেই লেবাননে হামলা জোরদারের নির্দেশ দিয়ে মার্কিন বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তাকে যুদ্ধাপরাধের দায়ে দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলেন ফিলিস্তিন ও লেবাননপন্থিরা।

আইডিএফের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা ইসরাইল বিমানবাহিনীর
ইসরাইলের ধ্বংসাত্মক হামলা লেবাননে প্রাণহানি ৭০০ ছাড়িয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়েছেন এক লাখের বেশি বাসিন্দা। এর মধ্যেই স্থল অভিযান শুরুর জন্য আইডিএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিলো ইসরাইলের বিমানবাহিনী। অন্যতম লক্ষ্য হবে হিজবুল্লাহর শক্তি কমাতে ইরান থেকে আসা অস্ত্রের সব চালান আটকে দেয়া। হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে ইসরাইলি ভূখণ্ডে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইয়েমেনের হুতিরা বিদ্রোহীরাও।

লেবাননের প্রতি তেল আবিবের আগ্রাসী আচরণে ক্ষুব্ধ বিশ্ব সম্প্রদায়
গাজায় ইসরাইলের সেনা অভিযানের পাশাপাশি হঠাৎ লেবাননের প্রতি তেল আবিবের আগ্রাসী আচরণে ক্ষুব্ধ বিশ্ব সম্প্রদায়। জাতিসংঘের সাধারণ পরিষদে 'সামিট ফর ফিউচার' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র বলছে, সীমান্তে সংঘাতে জড়ানোর অধিকার কোন দেশের নেই। এসময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিশ্ব নেতারা। প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারের কথাও বলেন অনেকে।

চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হিজবুল্লাহ
আঘাতে বিপর্যস্ত, অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে শত্রু-বন্ধু বোঝা দায়। পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ, সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। চার দশকের সবচেয়ে বড় আঘাতের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অরাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীটি। তাও হারতে নারাজ হিজবুল্লাহ, প্রতিজ্ঞা করেছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের শেষ দেখে ছাড়ার।

পেজার বিস্ফোরণ, হিজবুল্লাহর ওপর ভয়াবহ আক্রমণের পূর্বাভাস কী!
লেবাননে একযোগে পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনাটি হিজবুল্লাহর ওপর আরও ভয়াবহ আক্রমণের পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবেই হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজারগুলোতে বিস্ফোরক দ্রব্য ঢোকানোর পরিকল্পনা করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে। এমনকি এর মধ্য দিয়ে গোষ্ঠীটির মধ্যে শত্রুদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত বিশ্লেষকদের। আর পেজার বিস্ফোরণের পেছনে তেল আবিবকেই দায়ী করায় ইসরাইল-হিজবুল্লাহ উত্তেজনা চরম পৌঁছেছে বলেও মনে করছেন অনেকে।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা বাড়ছে
গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। নুসেইরাত ক্যাম্পে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় নতুন করে প্রাণ গেছে ১০ জনের।

গাজা উপত্যকায় আবারও ২৭ ফিলিস্তিনির মৃত্যু
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে খান ইউনিসেই নিহত হয়েছেন ১৩ জন ফিলিস্তিনি।

আন্দোলন আর ধর্মঘটে স্থবির ইসরাইলের অর্থনীতি
গাজায় বন্দি নাগরিকদের জীবিত ফিরিয়ে আনতে না পারা আর অস্ত্রবিরতি কার্যকরে ব্যর্থতার জেরে নজিরবিহীন তোপের মুখে ইসরাইলের প্রধানমন্ত্রী। দেশজুড়ে বয়ে যাওয়া গণবিক্ষোভের জোয়ার দমনে আইনের আশ্রয়ও নিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। ধর্মঘটে ইতি টানতে শ্রম আদালত নির্দেশ দিলেও এতে ক্ষোভের আগুন নেভে নাকি আরও জ্বলে ওঠে, সেটাই দেখার অপেক্ষা। সোমবার (২ সেপ্টেম্বর) আন্দোলন আর ধর্মঘটে কার্যত স্থবির ছিল ইসরাইলের অর্থনীতি।

শিশুদের পোলিও টিকা দিতে গাজায় শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি
শিশুদের পোলিও টিকা দিতে গাজায় শর্তসাপেক্ষে এবং সীমিত পরিসরে মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল-হামাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে কয়েক ধাপে গাজার মধ্য, দক্ষিণ আর উত্তরাঞ্চলে চলবে পোলিও টিকাদান কার্যক্রম। এরমধ্যেই, গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিমতীরে অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর নজিরবিহীন আগ্রাসন।

পশ্চিমতীরে চরম আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী
যুদ্ধবিরতির কোন অগ্রগতি না থাকার সুযোগে গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিমতীরে চরম আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি গণমাধ্যম বলছে, দুই দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সেনা অনুপ্রবেশ ঘটছে অধিকৃত পশ্চিমতীরে। দ্বিতীয় দিনের অভিযানে ৫ সন্ত্রাসীকে হত্যার দাবি জানিয়েছে আইডিএফ। এই সেনা অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে, সহিংসতার আশঙ্কায় গাজা উপত্যকায় কার্যক্রম স্থগিত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।

ফিলিস্তিনের গাজায় আকাশছোঁয়া খাদ্যপণ্যের দাম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিশ্বাস্য হারে বেড়েছে খাদ্যপণ্যের দাম। এমনকি অর্থের বিনিময়েও পাওয়া যাচ্ছে না অনেক জরুরি পণ্য। এ অবস্থায় ইসরাইলি আগ্রাসনে ধ্বংসের নগরীতে রূপ নেয়া ফিলিস্তিনি ভূখণ্ডের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন যে, ইসরাইলি হামলা ছাড়া অপুষ্টিতেই মারা যাবে অসংখ্য গাজাবাসী।