অন্য সব খেলা
এখন মাঠে
0

মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ ক্রীড়া মন্ত্রণালয়

আর্থিক সংকটের কারণে একাধিক মেগা প্রকল্পের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে এর জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেছেন সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

১১ জানুয়ারি বর্তমান সরকারের অধীনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় শেষ হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মেয়াদ।গত ৫ বছরে এই মন্ত্রণালয়ের অধীনে খুব বেশি সাফল্য পায়নি দেশের ক্রীড়াঙ্গন।

তবে ২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিষদ। যেখান থেকে পরবর্তীতে বেশকিছু উদীয়মান ফুটবলার বেরিয়ে আসে। এছাড়া কয়েক দফা বাজেট বাড়িয়েও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারেনি এনএসসি। যদিও এর জন্য বৈশ্বিক সংকটকে দুষছেন সদ্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী।

জাহিদ আহসান রাসেল বলেন, 'মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমি অনেককিছু করতে পারিনি।'

তার আমলে উদ্যোগ নিয়েও কক্সবাজার স্পোর্টস কমপ্লেক্স ও পূর্বাচলে স্পোর্টস ভিলেজ শুরু করা যায়নি। এজন্য অবশ্য অর্থ মন্ত্রণালয়কে দুষছেন এই প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছিলাম। কিন্তু অর্থ মন্ত্রণালয় টাকা না দেওয়ায় শুরু করতে পারিনি।'

তবে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নতুন যিনি দায়িত্বে আসবেন তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাহিদ আহসান রাসেল।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসএস