বিশ্বকাপ প্রস্তুতি: ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, দেখে নিন চূড়ান্ত সূচি

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল | ছবি: এখন টিভি
0

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞের আগে মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ প্রীতি ম্যাচ সিরিজ (Brazil vs France Friendly Match 2026) খেলবে ব্রাজিল (Brazil), ফ্রান্স (France), ক্রোয়েশিয়া (Croatia) ও কলম্বিয়া (Colombia)।

গত (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ‘রোড টু ২৬’ (Road to 26 Series) সিরিজের ম্যাচগুলোর ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত করেছে।

আরও পড়ুন:

একনজরে ব্রাজিলের গ্রুপ ও প্রতিদ্বন্দ্বী (FIFA World Cup 2026)

দল (Team)গ্রুপ (Group)প্রতিদ্বন্দ্বী দলসমূহ (Opponents)
ব্রাজিলগ্রুপ ‘সি’ (C)মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড
ফ্রান্সগ্রুপ ‘আই’ (I)সেনেগাল, নরওয়ে ও প্লে-অফ বিজয়ী
কলম্বিয়াগ্রুপ ‘কে’ (K)পর্তুগাল, উজবেকিস্তান ও প্লে-অফ ১
ক্রোয়েশিয়াগ্রুপ ‘এল’ (L)ইংল্যান্ড, পানামা ও ঘানা

২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি প্রীতি ম্যাচ সিরিজের সূচি |ছবি: এখন টিভি

আরও পড়ুন:

ব্রাজিল বনাম ফ্রান্স ও ক্রোয়েশিয়া: ম্যাচ সূচি (Brazil Match Schedule 2026)

ফিফা আন্তর্জাতিক বিরতির (FIFA International Break) সময় আয়োজিত এই সিরিজের হাইভোল্টেজ ম্যাচগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো (বাংলাদেশ সময় অনুযায়ী):

ব্রাজিল বনাম ফ্রান্স (Brazil vs France): ২৬ মার্চ, রাত ২:০০ মিনিট। ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো।

ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া (Croatia vs Colombia): ২৭ মার্চ, ভোর ৫:৩০ মিনিট। ভেন্যু: ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো।

কলম্বিয়া বনাম ফ্রান্স (Colombia vs France): ২৯ মার্চ, রাত ১:০০ মিনিট। ভেন্যু: নর্থওয়েস্ট স্টেডিয়াম, ল্যান্ডোভার।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া (Brazil vs Croatia): ১ এপ্রিল, ভোর ৬:০০ মিনিট। ভেন্যু: অরল্যান্ডো।

আরও পড়ুন:

বিশ্বকাপের নতুন জার্সি (Brazil New World Cup Jersey 2026)

এই প্রীতি ম্যাচ সিরিজেই ব্রাজিল তাদের ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি (New World Cup Jersey) উন্মোচন করবে। জানা গেছে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দল তাদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি (Yellow Jersey) এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে নীল জার্সি (Blue Jersey) পরে মাঠে নামবে। ফ্রান্স ও ক্রোয়েশিয়াও এই সিরিজে তাদের নতুন কিট (New Sports Gear) ব্যবহার করবে।

আরও পড়ুন:

একনজরে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস (World Cup 2026 Group Table)

বিশ্বকাপ ড্র (World Cup Draw) অনুযায়ী দলগুলোর বর্তমান অবস্থান:

  • গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
  • গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও প্লে-অফ চ্যাম্পিয়ন।
  • গ্রুপ কে: কলম্বিয়া, পর্তুগাল, উজবেকিস্তান ও প্লে-অফ চ্যাম্পিয়ন।
  • গ্রুপ এল: ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, পানামা ও ঘানা।

আরও পড়ুন:

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, চূড়ান্ত সূচি ঘোষণা:২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি প্রীতি ম্যাচ সিরিজের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

তারিখ (বাংলাদেশ সময়)ম্যাচ (Match)সময় (Time)ভেন্যু ও শহর (Venue & City)
২৬ মার্চ ২০২৬ব্রাজিল বনাম ফ্রান্সরাত ২:০০ টাজিলেট স্টেডিয়াম, ফক্সবরো (MA)
২৭ মার্চ ২০২৬ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়াভোর ৫:৩০ টাক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো (FL)
২৯ মার্চ ২০২৬কলম্বিয়া বনাম ফ্রান্সরাত ১:০০ টানর্থওয়েস্ট স্টেডিয়াম, ল্যান্ডোভার (MD)
১ এপ্রিল ২০২৬ব্রাজিল বনাম ক্রোয়েশিয়াভোর ৬:০০ টাক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো (FL)

আরও পড়ুন:

এসআর