আরও পড়ুন:
এক নজরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ প্রাইজমানি ও তথ্য (২০২৬ বিশ্বকাপে রেকর্ড গড়ল ফিফা:কার ভাগ্যে কত কোটি?)
- মোট প্রাইজমানি (Total Purse): ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৭,৯৯৯ কোটি টাকা)।
- চ্যাম্পিয়ন দলের পুরস্কার: ৫ কোটি ডলার (প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা)।
- রানার্সআপ দলের পুরস্কার: ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)।
- তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৪ কোটি টাকা)।
- চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩২৯ কোটি টাকা)।
- কোয়ার্টার ফাইনাল: ১ কোটি ৯০ লাখ ডলার (প্রতিটি দল)।
- রাউন্ড অব ১৬: ১ কোটি ৫০ লাখ ডলার (প্রতিটি দল)।
- রাউন্ড অব ৩২: ১ কোটি ১০ লাখ ডলার (প্রতিটি দল)।
- ভেন্যু ও আয়োজক দেশ: ১৬টি ভেন্যু (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা)।
- মোট ম্যাচের সংখ্যা: ১০৪টি।
- টুর্নামেন্টের সময়কাল: ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত।
- অংশগ্রহণকারী প্রতিটি দলের নিশ্চিত আয়: ১ কোটি ৫ লাখ ডলার।
- মোট অংশগ্রহণকারী দল: ৪৮টি (আগের আসরের চেয়ে ১৬টি বেশি)।
আর্জেন্টিনার চেয়েও বেশি পাবে ২০২৬-এর চ্যাম্পিয়নরা: প্রাইজমানির ইতিহাস ও ৫০ শতাংশ বৃদ্ধি (Total Purse and Massive Increase)
ফিফার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলার (Total Prize Pool of $655 Million) প্রাইজমানি হিসেবে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও দলগুলোর যাতায়াত ও প্রস্তুতিমূলক খরচের জন্য অতিরিক্ত অর্থসহ মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৭ মিলিয়ন ডলার। ২০২২ কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। সেই হিসেবে এবার বরাদ্দ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। মোট প্রাইজমানির পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৭,৯৯৯ কোটি টাকা।
আরও পড়ুন:
৫ কোটি ডলারের লড়াই: চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরষ্কার (Prize Money for Champion and Runner-up)
এবারের আসরে যে দল শিরোপা জিতবে তাদের জন্য ফিফা রাজকীয় পুরষ্কারের ব্যবস্থা করেছে।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন (FIFA World Cup 2026 Winner Prize Money): শিরোপাজয়ী দল পাবে ৫ কোটি ডলার (প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা)। যা কাতারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ($৪২ মিলিয়ন) চেয়ে ৮ মিলিয়ন ডলার বেশি।
রানার্সআপ (Runner-up Prize Money): রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)।
উল্লেখ্য: ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।
প্রতিটি রাউন্ডের বিস্তারিত প্রাইজমানি (Detailed Breakdown by Rounds)
৪৮টি দল অংশ নেওয়ায় এবার প্রতিটি স্তরেই অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলও মোটা অংকের অর্থ নিয়ে বাড়ি ফিরবে।
ধাপ/রাউন্ড (Stage/Round) প্রাইজমানি - ডলারে (USD) প্রাইজমানি - বাংলাদেশি টাকায় (প্রায়) অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার ১২৮ কোটি টাকা রাউন্ড অব ৩২ (Round of 32) ১ কোটি ১০ লাখ ডলার ১৩৪ কোটি টাকা রাউন্ড অব ১৬ (Round of 16) ১ কোটি ৫০ লাখ ডলার ১৮৩ কোটি টাকা কোয়ার্টার ফাইনাল (Quarter Finalists) ১ কোটি ৯০ লাখ ডলার ২৩২ কোটি টাকা চতুর্থ স্থান (4th Place) ২ কোটি ৭০ লাখ ডলার ৩২৯ কোটি টাকা তৃতীয় স্থান (3rd Place) ২ কোটি ৯০ লাখ ডলার ৩৫৪ কোটি টাকা
যোগ্যতা অর্জন করা প্রতিটি দেশ প্রস্তুতিমূলক ব্যয় (Preparation Costs) হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে।
আরও পড়ুন:
৪৮ দলের নতুন ফরম্যাট ও ১০৪টি ম্যাচ (New Format and Record Matches)
২০২৬ বিশ্বকাপ অনেক 'প্রথম'-এর সাক্ষী হতে যাচ্ছে:
- প্রথমবারের মতো ৩ দেশ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে।
- দল সংখ্যা: ৩২ থেকে বাড়িয়ে দল সংখ্যা করা হয়েছে ৪৮টি।
- ম্যাচ সংখ্যা: আসর জুড়ে মোট ১০৪টি ম্যাচ (104 Matches) অনুষ্ঠিত হবে, যা ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ড।
- গ্রুপ বিন্যাস: ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দল পরবর্তী রাউন্ডে (রাউন্ড অব ৩২) উন্নীত হবে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ ভেন্যু ও পূর্ণাঙ্গ সময়সূচী: ৪৮ দলের লড়াই কবে কোথায়? (Venues and Key Dates)
উত্তর আমেরিকার ১৬টি দৃষ্টিনন্দন শহরে আয়োজিত হবে এই বিশ্বকাপ।
- শুরুর তারিখ: ১১ জুন, ২০২৬ (উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকাতে)।
- ফাইনাল ম্যাচ: ১৯ জুলাই, ২০২৬ (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে)।
- ভেন্যু বিভাজন: যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন:
অংশগ্রহণের নিশ্চয়তা ও প্লে-অফ বোনাস (Participation & Play-off Bonus)
বিশ্বকাপে যোগ্যতা অর্জন করাই এখন প্রতিটি দেশের জন্য বড় একটি আয়ের উৎস। ফিফার নতুন ঘোষণা অনুযায়ী, চূড়ান্ত আসরে জায়গা করে নেওয়া প্রতিটি দেশ প্রস্তুতিমূলক ব্যয় (Preparation Costs) নির্বাহের জন্য অতিরিক্ত ১৫ লাখ ডলার (১.৫ মিলিয়ন ডলার) করে পাবে। অর্থাৎ, গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও একটি দল সব মিলিয়ে কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার (প্রায় ১২৮ কোটি টাকা) নিশ্চিতভাবে ঘরে তুলবে।
বিশ্বকাপের নতুন রেকর্ড ও বিশেষত্ব (New Records & Features)
সর্বোচ্চ ম্যাচ: আগের ৩২ দলের ফরম্যাটে ৬৪টি ম্যাচ হতো, যা ৪৮ দলের এই আসরে বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি ম্যাচে।
অতিরিক্ত রাউন্ড: এবারই প্রথম নকআউট পর্বে 'রাউন্ড অব ৩২' (Round of 32) যুক্ত হচ্ছে। ফলে চ্যাম্পিয়ন হতে হলে একটি দলকে আগের ৭টির পরিবর্তে মোট ৮টি ম্যাচ খেলতে হবে।
অফিসিয়াল ম্যাচ বল: ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা’ (Trionda), যা তিন আয়োজক দেশের ঐতিহ্যের প্রতীক বহন করে।
আরও পড়ুন:
২০২৬ ফুটবল বিশ্বকাপ টিকিট: কীভাবে কাটবেন, দাম কত? জানাল ফিফা (Ticket & Fan Experience)
২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও টিকিট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আগেভাগেই। টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ফুটবল ফ্যান অ্যাসোসিয়েশনগুলোর তীব্র সমালোচনার মুখে (Face of Criticism) শেষ পর্যন্ত টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে ফিফা। প্রাথমিক তালিকায় টিকিটের যে দাম ধরা হয়েছিল, তা সাধারণ ফুটবল প্রেমীদের নাগালের বাইরে চলে গিয়েছিল। বিশেষ করে কাতার বিশ্বকাপের চেয়েও দাম কয়েক গুণ বেশি হওয়ায় বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি (Global Outrage) হয়। ফিফা জানিয়েছে, ফুটবলকে আরও সর্বজনীন করতে এবং গ্যালারিতে সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতেই এই মূল্য সংশোধন (Price Adjustment) করা হয়েছে।
আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপে টিকিটের নতুন দাম কত? (New Ticket Prices)
সংশোধিত তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিটের দাম আগের চেয়ে প্রায় ২০-৩০ শতাংশ কমানো হয়েছে।
- ক্যাটাগরি ৪ (স্থানীয় দর্শক): এই ক্যাটাগরিতে টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ৪০ থেকে ৬০ ডলার (প্রায় ৫,০০০ - ৭,৫০০ টাকা)।
- সাধারণ আন্তর্জাতিক দর্শক: গ্রুপ পর্বের আন্তর্জাতিক টিকিটের দাম শুরু হবে ৮০ ডলার (Ticket Starting Price $80) থেকে।
- উল্লেখ্য: আগে এই দাম ১০০ ডলারের উপরে নির্ধারণ করার গুঞ্জন ছিল।
ফিফা জানিয়েছে, আগামী বছরের শুরু থেকেই তাদের অফিসিয়াল পোর্টাল (Official FIFA Ticket Portal)-এ কয়েক ধাপে টিকিট বিক্রি শুরু হবে। আগে আসলে আগে পাবেন এবং লটারি পদ্ধতি (Random Selection Draw)-র মাধ্যমে টিকিট বণ্টন করা হবে।
আরও পড়ুন:
২০২৬ ফুটবল বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক ও ক্রীড়া উৎসব। রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবং ৪৮ দলের অংশগ্রহণ ফুটবলকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিতব্য এই আসরটি বিশ্বজুড়ে কয়েকশ কোটি দর্শক সরাসরি উপভোগ করবেন বলে আশা করছে ফিফা।


