বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল, দেখে নিন এক নজরে

ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ | ছবি: সংগৃহীত
0

অবশেষে অপেক্ষার অবসান! ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবং প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে হতে চলা এই ঐতিহাসিক টুর্নামেন্টের সব গ্রুপ শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল—উভয় দলই তাদের প্রথম পর্বের প্রতিপক্ষদের সম্পর্কে নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের জুন মাসে।

আরও পড়ুন:

ব্রাজিল ও আর্জেন্টিনা: গ্রুপ পর্বের প্রতিপক্ষ এবং হেভিওয়েট দলগুলোর গ্রুপ বিশ্লেষণ (Brazil & Argentina: Group Stage Opponents and Major Teams Analysis)

  • ব্রাজিল (গ্রুপ ‘সি’): সেলেকাওদের গ্রুপে পড়েছে শক্তিশালী দল মরক্কো। এছাড়াও রয়েছে স্কটল্যান্ড এবং হাইতি।
  • আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’): ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।
  • ফ্রান্স (গ্রুপ ‘আই’): শক্তিশালী দল সেনেগাল এবং নরওয়ের সঙ্গে গ্রুপে পড়েছে ফ্রান্স।
  • স্বাগতিক দল: স্বাগতিকদের মধ্যে মেক্সিকো গ্রুপ ‘এ’-তে, কানাডা গ্রুপ ‘বি’-তে এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে অবস্থান করছে।

বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ব্রাজিলের গ্রুপে পড়েছে মরক্কো, আর অস্ট্রিয়ার গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। |ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ: এক নজরে ৪৮ দলের গ্রুপ বিন্যাস ও ড্র ফলাফল (FIFA World Cup 2026 Group Draw & Full List)

GroupTeams
Group AMexico, South Korea, South Africa, European Play-off D Winner
Group BCanada, Switzerland, Qatar, European Play-off E Winner
Group CBrazil, Morocco, Scotland, Haiti
Group DUSA, Australia, Paraguay, European Play-off C
Group EGermany, Ecuador, Ivory Coast, Curaçao
Group FNetherlands, Japan, Tunisia, European Play-off B
Group GBelgium, Iran, Egypt, New Zealand
Group HSpain, Uruguay, Saudi Arabia, Cape Verde
Group IFrance, Senegal, Norway, FIFA Play-off 2
Group JArgentina, Austria, Algeria, Jordan
Group KPortugal, Colombia, Uzbekistan, FIFA Play-off 1
Group LEngland, Croatia, Panama, Ghana

একনজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাস (FIFA World Cup 2026 Group Draw at a Glance)

  • গ্রুপ- ‘এ’ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল।
  • গ্রুপ- ‘বি’ কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল।
  • গ্রুপ- ‘সি’ ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড, হাইতি।
  • গ্রুপ- ‘ডি’ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।
  • গ্রুপ- ‘ই’ জার্মানি, ইকুয়েডর, আইভেরিকোস্ট, কুরাসাও।
  • গ্রুপ- ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল।
  • গ্রুপ- ‘জি’ বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।
  • গ্রুপ- ‘এইচ’ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।
  • গ্রুপ- ‘আই’ ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
  • গ্রুপ- ‘জে’ আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।
  • গ্রুপ- ‘কে’ পর্তুগাল, কলোম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
  • গ্রুপ- ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

আরও পড়ুন:

এই গ্রুপ বিন্যাস (Group Draw) ২০২৬ বিশ্বকাপের জন্য উত্তেজনা আরও বাড়িয়ে দিল। বিশেষত, গ্রুপ ‘সি’-তে ব্রাজিল এবং মরক্কোর উপস্থিতি বা গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ইউরোপের অস্ট্রিয়া এবং এশিয়ার জর্ডানের উপস্থিতি—আসরের প্রাথমিক পর্যায় থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। এখন ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ বিশ্বকাপ ম্যাচের তারিখ (World Cup Match Dates) ঘোষণার জন্য। কবে, কখন, কোন স্টেডিয়ামে এই ঐতিহাসিক ৪৮ দলের যুদ্ধ শুরু হবে, তা জানতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

আরও পড়ুন:


এসআর