গোলবন্যায় বাছাই পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জার্মানি

স্লোভাকিয়াকে হারিয়ে ফাইনালে জার্মানি
স্লোভাকিয়াকে হারিয়ে ফাইনালে জার্মানি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে ৬-০ গোলে জিতে মূলপর্বের টিকিট নিশ্চিত করলো জার্মানি। নিথুনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস, আরেক ম্যাচে মন্টেনেগ্রোকে ৩-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

লাইপজিগের রেডবুল অ্যারেনায় গোল উৎসব করে জার্মানি। ১৮ মিনিটে ভোল্ডামাটের গোলে লিড নেয় তারা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাব্রি। ৩৮ ও ৪১ মিনিটে টানা দুই গোল করেন সানে। দ্বিতীয়ার্ধে বাকু ও ওড্রাগো গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

আরও পড়ুন:

গ্রুপ রানার্স আপ হওয়ায় এবার প্লে অফ খেলবে স্লোভাকিয়া। আরেক ম্যাচে লিথুনিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডস। প্রথমার্ধে রেইনডার্সের গোলে ১-০ গোলের লিড পায় ডাচরা। দ্বিতীয়ার্ধে গাকপো, সিমন্স ও মালানের গোলে ৪ গোলে লিথুনিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কমলা শিবির। এছাড়া মন্টেনেগ্রোকে ৩-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

ইএ