‘বিশ্বকাপ জ্বরে’ বিশ্বজুড়ে উন্মাদনা, প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি টিকিট

ফুটবল স্টেডিয়াম ও ট্রপি
ফুটবল স্টেডিয়াম ও ট্রপি | ছবি: সংগৃহীত
1

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। ৮ মাস আগে প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হওয়ার খবর জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন।

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের আসর। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি।

সবচেয়ে বেশি টিকিট কিনেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিট কিনেছেন। এখন পর্যন্ত ২৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় বাকি ৭টি দেশ যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। যদিও কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে কী পরিমাণ চাহিদা, তা জানায়নি ফিফা।

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। আগামী ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া। এবারও ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি কেনা যাবে নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট।

আরও পড়ুন:

উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে মোট আসনসংখ্যা প্রায় ৭১ লাখ। এর মধ্যে কতটি আসন সাধারণ দর্শকের জন্য বিক্রির আওতায় আসবে, তা এখনো জানা যায়নি।

টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার তবে বেশির ভাগ ম্যাচেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার স্টেডিয়ামে, টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে।

সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা চালু করছে ফিফা।

দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। আগামী ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি।

টুর্নামেন্টের আগমুহূর্তে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনা যাবে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল টিকিট প্ল্যাটফর্মও চালু করেছে।

এফএস