নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের পর টুর্নামেন্টের দৌড়ে ঠিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণে টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিগার সুলতানা জ্যোতির। তবে শুরুটা ভালো হলেও সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী অজি বোলারদের চাপে ভেঙ্গে পড়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি।
তবে সেই চাপ সামলে আরও একটা বড় রানের জুটি গড়তে পিচে লড়াই চালিয়ে যান ঝিলিক ও শারমিন। দারুণ ফর্মে থাকা ঝিলিকও অর্ধশতক পার করার আগেই ফেরেন প্যাভিলিয়নে। এরপরই মূলত ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে।
আরও পড়ুন:
দলের বিপদে ব্যাট হাতে রান করতে ব্যর্থ আসরজুড়ে ভুগতে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে অথৈ সাগরে হাবুডাবু খাওয়া বাংলাদেশ দলকে বাঁচাতে একাই লড়াই চালান সোবহানা মোস্তারি। করেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। সোবহানার অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৯৮ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশের।
জয়ের জন্য শুরু থেকে আগ্রাসী টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। পাত্তা পাননি ফারিহা তৃষা, রাবেয়া খানসহ বাকি বোলাররাও।
অ্যালিসা করেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিতের পাশাপাশি আসরে প্রথম সেমিফাইলিস্ট হিসেবে নাম লিখিয়ে মাঠ ছাড়েন অপরাজিত অজি দুই ব্যাটার।
এর আগেও বিশ্বকাপসহ ওয়ানডে সিরিজ খেলেছে দুদল। তবে এর আগে কখনও ১০ উইকেটের জয় পায়নি মাইটি অস্ট্রেলিয়া।





