এর আগে, স্বাগতিক জর্ডানের সঙ্গে ড্র দিয়ে বাছাইপর্বের মিশন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। চাইনিজ তাইপের কাছে হেরে এরই মাঝে বিদায় নিয়েছে সেই জর্ডান।
পয়েন্ট টেবিলের সেরা দল মূল পর্বে জায়গা করে নেবে এমন সমীকরণে মাঠে নামছে এ দুদল। তবে কালকে ম্যাচে ড্র হলেও চূড়ান্ত পর্বে খেলবে চাইনিজ তাইপে।
আরও পড়ুন:
বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই, চূড়ান্ত পর্বে খেলতে হলে জিততেই হবে ম্যাচ। ২০২৬ সালে চীনে অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব।
স্বাগতিক চীন ছাড়া গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।





