লিটনের অনুপস্থিতিতে বোর্ড সৌম্যর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়: লিপু

গাজী আশরাফ লিপু: অনুশীলনে সৌম্য সরকার
গাজী আশরাফ লিপু: অনুশীলনে সৌম্য সরকার | ছবি: এখন টিভি
0

চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সাদা পোষাকে আন্তর্জাতিক একটি ম্যাচ খেলা মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো ডাক পেয়েছেন। সেইসঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলা সৌম্য সরকারও ফিরেছেন দলে। লিটন দাসের অনুপস্থিতিতে বোর্ড সৌম্য সরকারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

আফগানিস্তান থেকে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এর মধ্যে সময়ের ব্যবধান মাত্র চারদিন। আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ ওয়ানডে সিরিজের রেশ কাটতে না কাটতেই আরও একটি সিরিজ। তবে এবার নিজেদের মাঠ আর চেনা কন্ডিশনে লড়াইয়ের অপেক্ষা ফিল সিমন্সের শিষ্যদের।

এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিকেলে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করেননি বিসিবির নির্বাচকরা। সবশেষ আফগানিস্তান সিরিজে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলা সাইফ হাসান, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়সহ ব্যর্থ জাকের আলীও আছেন দলে।

তবে টপ অর্ডারদের ব্যর্থতায় যেখানে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে শুধুমাত্র শেষ ম্যাচে সুযোগ পাওয়া নাঈম শেখকে বাদ দিয়েছেন নির্বাচকরা। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলা সৌম্য সরকার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি ভারতের বিপক্ষে খেলতে নেমে তিনি শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। এরপরও সৌম্যকে দলে রাখার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

আরও পড়ুন:

গাজী আশরাফ লিপু বলেন, ‘গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু দলে নেই, সেখানে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে নিয়ে এসেছি।’

দলে চমক হিসেবে রাখা হয়েছে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জার্সি গায়ে এক ম্যাচ খেলা মাহিদুল ইসলাম অঙ্কনকে। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখেই নির্বাচকদের নজর তার দিকে।

লিপু বলেন, ‘২০২৭ এর বিশ্বকাপটাও ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য থাকবেন তার মধ্য অঙ্কনের নামটা নিশ্চিতভাবেই বেশ উজ্জ্বল।’

গেলো সিরিজে খেলা ৫ সিমারের মধ্যে এই সিরিজে ভাগ্য পুড়েছে নাহিদ রানার। তার পবিবর্তে নতুন কাউকে নেয়া হয়নি দলে।

১৮ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই বাংলায় মুখোমুখি দুদল। এর আগে, প্রথম দিনের অনুশীলন কাল (শুক্রবার, ১৭ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ এবং উইন্ডিজ।

এসএইচ