২০২৬ বিশ্বকাপে থাকছে তিনটি মাসকট। এ ত্রয়ী, যেখানে প্রত্যেকে বিশ্বকাপের তিনটি দেশকে প্রতিনিধিত্ব করে। ক্লাচ একটি ইগল যা আমেরিকাকে প্রতিনিধিত্ব করে। জাইয়ু এক টি জাগুয়ার যা মেক্সিকোর প্রতিনিধিত্ব করে আর ম্যাপল, মুজ যা কানাডার প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন:
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের তিনটি মাসকট থাকবে। ২০০২ সালে, দক্ষিণ কোরিয়া এবং জাপানে খেলা টুর্নামেন্টে এলিয়েনস কাজ, অ্যাক্ট এবং নিক আয়োজক দেশগুলির প্রতিনিধিত্ব করেছিল। তাদের আগে ১৯৭৪ সালে টিপ এবং ট্যাপ পশ্চিম জার্মানিতে খেলা প্রতিযোগিতার প্রতিনিধিত্ব করে।





