৩৩ মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুল আর রেইনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওবেইদো। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা। ৫৬ মিনিটে এরিক গার্সিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
আরও পড়ুন:
৬৫ মিনিটে রাফিনিয়াকে তুলে লেভানদোভস্কিকে মাঠে নামান বার্সেলোনা কোচ। ফলও মিলে দ্রুত। ৭০ মিনিটে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে কফিনে শেষ পেরেক ঠুকেন আরাউহো।





