লিগ টেবিলের নিয়মেই এগোবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতা। বিশাল সূচি ঠিক করার জটিলতা এড়াতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় এআই প্রযুক্তি।
গ্রুপপর্বেই দেখা হবে আগের আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ডের। ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে আছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব প্রথম সূচির লড়াই ছাড়াও বাকিগুলো সাজানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪০ গোল করায় উয়েফা কর্তৃক পুরস্কৃত হয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া পুরস্কার পেয়েছেন ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও।