সময়ের পরিক্রমায় বিশ্ব ক্রীড়াঙ্গন অনেক মহাতারকা দেখেছে। তবে একইসময়ে সর্বকালের শ্রেষ্ঠত্বের দ্বৈরথ দেখেছে কমই। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো বছরের পর বছর ধরে লড়াই করে গেছেন সিংহাসন দখলের। কে জিতেছেন, কে হেরেছেন সেই তর্কে আজও উপসংহারে পৌঁছাতে পারেননি অনেকে।
ক্যারিয়ারের অন্তিমে পৌঁছে গেছেন দু'জনই। তার আগে আরও একবার মুখোমুখি হচ্ছেন ফুটবলের দুই মহাতারকা। দুই জন পৃথিবীর দুই কোণে পাড়ি জমালেও, ব্যবসায়িক স্বার্থ হোক আর সমর্থকের আগ্রহের কথা মাথায় রেখে হোক, আরও একটা ম্যাচ আয়োজন করা হয়েছে।
প্রীতি ম্যাচ হলেও এ ম্যাচের চাহিদা কেমন সেটি বুঝা যায় টিকিটের দামের দিকে তাকালে। প্লাটিনাম ক্যাটাগরির একেকটি টিকিটের দাম রাখা হচ্ছে ১১ হাজার ২১৪ ডলার করে। বাংলাদেশি অংকে যেটি ১২ লাখ ৩০ হাজারের বেশি। ভিআইপি প্রিমিয়াম ক্যাটাগরির একেকটি টিকিট বিক্রি হচ্ছে ৯ হাজার ২২৫ ডলার অর্থাৎ ১০ লাখ ১২ হাজার টাকা করে। একেবারে নিম্ন মূল্যের যে টিকেটটি পাওয়া যাচ্ছে সেটির দামও ২০ হাজার টাকার বেশি।
চরম আকাঙ্ক্ষিত ম্যাচটি খেলতে এরইমধ্যে সৌদি আরবে পা রেখেছেন লিওনেল মেসি ও তার দল। বিমানবন্দরে তাদেরকে উষ্ণ অভ্যর্থনাও দেয়া হয়েছে।
তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে জাগে শঙ্কা। তার মাসল ইনজুরির কারণে চীনে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ স্থগিত করে আল নাসর। ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, সেটি নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু আজীবন চিরপ্রতিদ্বন্দ্বী মেনেছেন যাকে, তার বিপক্ষে মাঠে নামবেন না ক্রিস্টিয়ানো, সেটা কী করে হয়! তাই তো, ইনজুরি কাটাতে জোরেশোরে নেমে পড়েছেন। আল নাসরের অনুশীলন কিংবা জিম সেশন, সবকিছুতেই দেখা গেছে তাকে। চনমনে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই, ইনজুরি কতটা গুরুতর।
এর আগে গেল বছরের জানুয়ারিতে সবশেষ দু'জন মুখোমুখি হয়েছিলেন। সেবারও প্রীতি ম্যাচে মেসির পিএসজির বিপক্ষে নেমেছিল আল নসর। সে ম্যাচে গোল পেয়েছিলেন মেসি-রোনালদো দু'জনই। এবারও স্কোরশিটে দু'জনের নামই দেখতে চাইবেন সবাই।