টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার: দ্বিতীয় ম্যাচেও নারী দলের জয়

বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি নারী দলের অধিনায়ক
বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি নারী দলের অধিনায়ক | ছবি: সংগৃহীত
0

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাপুয়া নিউ গিনি নারী দলকে ৩০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। কীর্তিপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস।

ব্যক্তিগত ১৭ রানে ফেরেন জুরাইরিয়া। দিলারার ৩৪, শারমিনের ২৮ ও সোবহানার ৩৪ রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় টাইগ্রেসরা। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৪ বলে ৩৭ রানের ইনিংসে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

বাংলাদেশের করা ১৬৮ রানের জবাবে একপর্যায়ে ২ উইকেটে ৯৮ রান করেছিল পাপুয়া নিউ গিনি। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করা ব্রেন্ডা তাউ আউট হওয়ার পর আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি।

শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে পাপুয়া নিউ গিনি। টাইগ্রেসদের হয়ে মেঘলা, রাবেয়া, রিতু, ফাহিমা, সোবহানা ও স্বর্ণা প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

এএইচ