বাংলাদেশকে আইসিসির সময় বেধে দেয়ার খবর সত্য নয়: বিসিবি পরিচালক আমজাদ

বিসিবি পরিচালক আমজাদ হোসেন
বিসিবি পরিচালক আমজাদ হোসেন | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপ খেলবে কি-না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে আইসিসির সময় বেধে দেয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আমজাদ হোসেন। এদিকে পরিচালক এম নাজমুল ইসলামের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছে বোর্ড। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের ক্রিকেটাঙ্গন। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় দেশটিতে খেলতে যেতে চায় না বিসিবি। সংকট নিরসনে দিন দুয়েক আগে আইসিসি থেকে প্রতিনিধি এসে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করে গেছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে আইসিসি। তবে বিষয়টি ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, ‘গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন। তার সঙ্গে আমাদের বোর্ডের প্রতিনিধিদলের একটি বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে আমাদের ভেন্যুর ব্যাপারে আমরা বলে দেই যে আমরা এই ভেন্যুতে খেলতে অপারগ এবং আমাদের অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকুয়েস্ট করি। তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা আমাদের বলেন, এই বিষয়ে তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে তাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন।’

আরও পড়ুন:

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া প্রসঙ্গে বিসিবির সবশেষ সিদ্ধান্ত জানতে চাওয়া হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইয়াজুর রহমান।

তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা কিছু জানি না। নিশ্চয়ই আমরা আজ-কালকের মধ্যে এ ব্যাপারে কংক্রিট কিছু জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন।’

এদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তাকে দেয়া বিসিবির কারণ দর্শানো চিঠির উত্তর জানিয়েছেন। চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে বিসিবির ভাবনাও জানিয়েছেন এ পরিচালক।

ফাইয়াজুর রহমান বলেন, ‘এটা তো একটা প্রসিজিয়রের ব্যাপার, ধারাবাহিক প্রসিজিয়রে আমাদের এন্ড থেকে ওনাকে একটা শো-কজ করা হয়েছে, উনিও সেটার উত্তর দিয়েছেন। সেই শো-কজের উত্তরটা বোর্ডে যাবে। এরপর বোর্ডের সঙ্গে আলোচনা করে, এর পরে কী হবে, তা আমরা জানাতে পারবো।’

বিপিএলের ডামাডোলের মাঝে বিশ্বকাপ ও পরিচালক ইস্যুতে অস্বস্তিতে বিসিবি। তবে দুটি বিষয়েই শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

এসএইচ