নতুন বছরের নতুন সূর্য অনেক প্রত্যাশা আর আশা নিয়ে হাজির হলেও বিদায়ী ২০২৫ সাল অনেকটা বিতর্কিত হয়েই পার করেছিল বাংলাদেশ ক্রিকেট। বছরের শেষের মতো শুরুটাও হয়েছিল বিপিএল দিয়ে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ের গুঞ্জন, বিপিএলের তারকাদের পারিশ্রমিক না পাওয়ার মতো ঘটনাগুলো পুরো বছরই বাংলাদেশ ক্রিকেটকে অস্থির করে রেখেছিল।
আরও পড়ুন:
তবে শুধু বিপিএলই না, দেশের ক্রিকেট কাঠামো পুরো বছরই পার করেছে নানা বিতর্ক সঙ্গী করে। ক্রিকেটের নতুন বোর্ড নির্বাচনে বিতর্ক বছরের মাঝপথে ছিল সমালোচনার কেন্দ্রে। সেই বিতর্কের জের ধরে খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ৪৪ বিদ্রোহী ক্লাব। আর তাতে দেশের বহু বছরের চলমান ক্রিকেট কাঠামোতেও ভাঙ্গন ধরার সম্ভাবনা দেখা দিয়েছে।
মাঠের খেলাতেও অবশ্য খুব বেশি সুখকর বছর যায়নি বাংলাদেশের। ৫ টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি যেমন দেখেছেন টাইগার ক্রিকেটের ভক্তরা। এর উল্টোপিঠও দেখতে হয়েছে তাদের। এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে নিজেদের হাতের মুঠোয় থাকা ম্যাচগুলো হেলায় হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বছরের একমাত্র সিরিজ জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ড সিরিজটা ছিল বাংলাদেশের বড় সান্ত্বনা।
নারী ক্রিকেট আর বয়সভিত্তিক ক্রিকেটেও আসেনি সুখবর। নারী বিশ্বকাপে কোয়ালিফাই করলেও এক জয় ছাড়া বলার মতো পারফরম্যান্স আসেনি টাইগ্রেসদের কাছ থেকে। আবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপের সেমিফাইনালে কপাল পুড়েছে বাংলাদেশের যুবাদের।





