সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া

ইংল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজের একটি মুহূর্ত
ইংল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভর করে অজিদের লিড ৩৫৬ রানের।

২১৩ রানে ৮ উইকেট নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। অজি বোলারদের সামাল দিয়ে এদিন ফিফটি তুলে নেন দশ নম্বরে নামা জফরা আর্চার। অধিনায়ক বেন স্টোকস আউট হন ৮৩ রান করে। অস্ট্রেলিয়া লিড পায় ৮৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিছুটা আগ্রাসী শুরুই করে স্বাগতিকরা।

আরও পড়ুন:

৫৩ রানে দুই উইকেট হারালেও ওয়ানডে মেজাজে ব্যাট করে লিড বাড়াতে থাকেন ট্রাভিস হেড এবং উসমান খাজা। খাজা ৪০ রানে আউট হলে হেডকে সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি। দুজনের ১২২ রানের পার্টনারশিপে ৩৫৬ রানের লিড নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড। অপরাজিত ছিলেন ১৪২ রানে।

এফএস