দ্বিতীয় দিনে ২ উইকেটে ৩২ রানে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তৃতীয় দিনে ডাফির আগুন ঝরানো বোলিংয়ে ৯৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই দ্বিতীয়বার ফাইফার তুলে নেন ডাফি। অভিষিক্ত মিচেল রায়ে তুলে নেন তিন উইকেট। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১২৮ রানে।
আরও পড়ুন:
চতুর্থ ইনিংসে ম্যাচ জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে টার্গেট ছিল মোটে ৫৬ রানের। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে টম ল্যাথামের উইকেট হারালেও সহজেই জয় পেয়ে যায় নিউজিল্যান্ড।
এ জয়ের পর তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।





