সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর

বিপিএল ২০২৫
বিপিএল ২০২৫ | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। মাঝে সেই সিদ্ধান্ত বাতিলের গুঞ্জন শোনা গেলেও আগামী ২৬ ডিসেম্বর সিলেটেই বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে বলে আয়োজকরা জানিয়েছে।

বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। এ দিন দুপুর ২টায় প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।

আরও পড়ুন:

এরপর ২ জানুয়ারি সিলেট পর্ব শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ১২ ম্যাচ। বন্দরনগরীতে ৫ থেকে ১২ জানুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এরপর দলগুলো চলে আসবে ঢাকায়। মিরপুরে অনুষ্ঠিত হবে আসরের বাকি সব ম্যাচ। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য একদিন ‘রিজার্ভ ডে’ হিসেবেও রাখা হয়েছে।

এসএইচ