পাঁচ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তানজিদ

ম্যাচে ক্যাচ তালুবন্দি করার মুহূর্তে তানজিদ
ম্যাচে ক্যাচ তালুবন্দি করার মুহূর্তে তানজিদ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) এমন কৃতিত্বে বিশ্বরেকর্ডে নাম লেখালেন এ টাইগার ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে তৃতীয় ফিল্ডার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেয়ার ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

এরই মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নিয়ে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক। তাদের সাথে এবার বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন তানজিদও।

আরও পড়ুন:

আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়া প্রথম ফিল্ডার হিসেবে বিশ্বরেকর্ডের মালিক তানজিদ একাই। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইটের ক্যাচ নেন তানজিদ।

এসএইচ