বিপিএল নিলাম: কে কোন দলে, কত টাকায় দেখে নিন

বিপিএল ২০২৫
বিপিএল ২০২৫ | ছবি: এখন টিভি
1

বিপিএলের ১২তম আসর (BPL 12th Season) শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ে ‘নানা মুনির নানা মত’ আর টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও; শেষ পর্যন্ত নানা জল্পনা-কল্পনা আর শঙ্কাকে পাশ কাটিয়ে শেষ হয়েছে নিলাম কার্যক্রম (BPL Auction)।  নাঈম শেখের কোটির অঙ্ক অতিক্রম করা কিংবা লিটনের প্রত্যাশিত দাম না পাওয়া ছাড়িয়ে আলোচনা মোড় নিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের দল না পাওয়া নিয়ে। যদিও ‘বিশেষ বিবেচনায়’ তাদের পরবর্তীতে দুটি দলে নেয়া হয়েছে।

রোববার এই নিলাম (Direct Signings থেকে বাকি স্কোয়াড চূড়ান্ত করে ছয়টি দলই। এদিকে, ফিক্সিং বিতর্ক এড়াতে এবারের আসরে প্রতি দলে দুইজন করে সিআইডি কর্মকর্তা থাকবেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। নিলাম শেষে কোন দল কেমন হলো এবং কে হলেন সবচেয়ে দামি খেলোয়াড়—দেখে নিন এক নজরে।

আরও পড়ুন:

বিপিএল নিলামের অনুষ্ঠান |ছবি: এখন টিভি

নিলামের সেরা চমক: রেকর্ড গড়া মূল্য এবং তারকাদের নতুন ঠিকানা

এবারের নিলামে সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছেন ওপেনার মোহাম্মদ নাঈম (Mohammad Naim)। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া নিলামে ৭০ লাখ টাকায় লিটন দাসকে (Liton Das) দলে নেয় রংপুর এবং মুশফিকুর রহিমকে (Mushfiqur Rahim) ৩৫ লাখ টাকায় দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও (Noakhali Express) নিলাম থেকে একাধিক দেশি তারকাকে দলে নিয়েছে।

বিপিএল নিলামের চূড়ান্ত স্কোয়াড: প্রতিটি খেলোয়াড় ও তাদের মূল্য এক নজরে

দল (Team)সরাসরি চুক্তির খেলোয়াড় (Direct Signings)নিলাম থেকে নেওয়া খেলোয়াড় ও তাদের মূল্য (Auction Picks & Price)
রংপুর রাইডার্স (Rangpur Riders)নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম। লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদি হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আব্দুল হালিম (১১ লাখ), এমিলিও গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)।
সিলেট টাইটানস (Sylhet Titans)নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির। পারভেজ হোসেন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), রবিউল ইসলাম রবি (১১ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)
রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, োহাম্মদ নওয়াজ। তানজিম হাসান (৬৮ লাখ), ইয়াসির আলি (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মণ্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার (৪৪ লাখ), মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসী সিদ্দিকী (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহান্দাদ খান (২০ হাজার ডলার)
চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals)মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ। মোহাম্মদ নাঈম (১ কোটি ১০ লাখ), শরীফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার (২২ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)
নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express)হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস। জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদি হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)
ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals)তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস। শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার ডলার)

বিপিএলের লোগো |ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা: কে কত টাকায় কোন দলে গেলেন, দেখে নিন!

বিপিএল (BPL) এর ১২তম আসরের (12th Season) নিলাম শেষে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের চূড়ান্ত স্কোয়াড তৈরি করেছে। দেশের ও বিদেশের তারকারা কত টাকায় নতুন দলে নাম লেখালেন, সেই বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

১. রংপুর রাইডার্স (Rangpur Riders)

রংপুর রাইডার্স তাদের পুরনো তারকাদের পাশাপাশি নিলাম থেকে যুক্ত করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

সরাসরি চুক্তি:

  • নুরুল হাসান (Nurul Hasan)
  • মোস্তাফিজুর রহমান (Moustafizur Rahman)
  • খাজা নাফি (Khaja Nafi)
  • সুফিয়ান মুকিম (Sufian Mukim)

নিলাম থেকে:

  • তাওহিদ হৃদয় (Tawhid Hridoy) - ৯২ লাখ টাকা
  • লিটন দাস (Liton Das) - ৭০ লাখ টাকা
  • মাহমুদউল্লাহ (Mahmudullah) - ৩৫ লাখ টাকা
  • নাহিদ রানা (Nahid Rana) - ৫৬ লাখ টাকা
  • রকিবুল হাসান (Rokibul Hasan) - ৪২ লাখ টাকা
  • আলিস আল ইসলাম (Alis Al Islam) - ২৮ লাখ টাকা
  • মৃত্যুঞ্জয় চৌধুরি (Mritunjay Choudhury) - ১৮ লাখ টাকা
  • নাঈম হাসান (Naeem Hasan) - ১৮ লাখ টাকা
  • মেহেদি হাসান সোহাগ (Mehedi Hasan Sohaq) - ১১ লাখ টাকা
  • আব্দুল হালিম (Abdul Halim) - ১১ লাখ টাকা
  • এমিলিও গে (Emilio Ge) - ১০ হাজার ডলার
  • মোহাম্মদ আখলাক (Mohammad Akhlak) - ১০ হাজার ডলার।

২. সিলেট টাইটানস (Sylhet Titans)

সিলেট তাদের স্কোয়াডে ভারসাম্য আনতে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ ঘটিয়েছে।

সরাসরি চুক্তি:

  • নাসুম আহমেদ (Nasum Ahmed)
  • মেহেদী হাসান মিরাজ (Mehedi Hasan Miraj)
  • সাইম আইয়ুব (Saim Iqbal)
  • মোহাম্মদ আমির (Mohammad Amir)।

নিলাম থেকে:

  • খালেদ আহমেদ (Khaled Ahmed) - ৪৭ লাখ টাকা
  • পারভেজ হোসেন (Parvez Hossain) - ৩৫ লাখ টাকা
  • আফিফ হোসেন (Afiq Hossain) - ২২ লাখ টাকা
  • রনি তালুকদার (Roni Talukdar) - ২২ লাখ টাকা
  • জাকির হাসান (Zakir Hasan) - ২২ লাখ টাকা
  • রুয়েল মিয়া (Ruel Mia) - ২৩ লাখ টাকা
  • আরিফুল ইসলাম (Ariful Islam) - ২৬ লাখ টাকা
  • ইবাদত হোসেন (Ibadat Hossain) - ২২ লাখ টাকা
  • মুমিনুল হক (Muminul Haque) - ২২ লাখ টাকা
  • শহিদুল ইসলাম (Shahidul Islam) - ১৪ লাখ টাকা
  • রাহাতুল ফেরদৌস জাভেদ (Rahatul Ferdous Javed) - ১৪ লাখ টাকা
  • তৌফিক খান তুষার (Taufik Khan Tushar) - ১৪ লাখ টাকা
  • রবিউল ইসলাম রবি (Rabiul Islam Rabi) - ১১ লাখ টাকা
  • অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Matthews) - ৩৫ হাজার ডলার
  • অ্যারন জোন্স (Aaron Jones) - ২০ হাজার ডলার।


৩. রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)

রাজশাহী দল অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেল ঘটিয়েছে।

সরাসরি চুক্তি:

  • নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)
  • তানজিদ হাসান (Tanzid Hasan)
  • সাহিবজাদা ফারহান (Saibzada Farhan)
  • মোহাম্মদ নওয়াজ (Mohammad Nawaz)।

নিলাম থেকে:

  • তানজিম হাসান (Tanzim Hasan) - ৬৮ লাখ টাকা
  • ইয়াসির আলি (Yasir Ali) - ৪৪ লাখ টাকা
  • আব্দুল গাফফার (Abdul Gafur) - ৪৪ লাখ টাকা
  • মেহেরব হাসান (Meherab Hasan) - ৩৯ লাখ টাকা
  • মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) - ৩৫ লাখ টাকা
  • আকবর আলী (Akbar Ali) - ৩৪ লাখ টাকা
  • রিপন মণ্ডল (Ripon Mondal) - ২৫ লাখ টাকা
  • ওয়াসী সিদ্দিকী (Wasi Siddiki) - ১৯ লাখ টাকা
  • জিসান আলম (Jisan Alam) - ১৮ লাখ টাকা
  • হাসান মুরাদ (Hassan Murad) - ১৮ লাখ টাকা
  • মোহাম্মদ রুবেল (Mohammad Rubel) - ১১ লাখ টাকা
  • দুশান হেমান্থ (Dushant Hemant) - ২৫ হাজার ডলার
  • জাহান্দাদ খান (Jahandad Khan) - ২০ হাজার ডলার।


৪. চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals)

নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়কে দলে টেনেছে চট্টগ্রাম।

সরাসরি চুক্তি:

  • মেহেদী হাসান (Mehedi Hasan)
  • তানভীর ইসলাম (Tanvir Islam)
  • আবরার আহমেদ (Abarar Ahmed)।

নিলাম থেকে:

  • মোহাম্মদ নাঈম (Mohammad Naim) - ১ কোটি ১০ লাখ টাকা—সর্বোচ্চ মূল্য
  • শরীফুল ইসলাম (Shariful Islam) - ৪৪ লাখ টাকা
  • মাহমুদুল হাসান (Mahmudul Hasan) - ৩৭ লাখ টাকা
  • সুমন খান (Suman Khan) - ৩২ লাখ টাকা
  • জিয়াউর রহমান (Ziaur Rahman) - ৩০ লাখ টাকা
  • আবু হায়দার (Abu Haider) - ২২ লাখ টাকা
  • আরাফাত সানি (Arafat Sani) - ১৮ লাখ টাকা
  • মুকিদুল ইসলাম (Mukidul Islam) - ৩৩ লাখ টাকা
  • সালমান হোসেন (Salman Hossain) - ১৪ লাখ টাকা
  • শুভাগত হোম (Shubagat Hom) - ১৪ লাখ টাকা
  • জাহিদুজ্জামান সাগর (Jahiduzzaman Sagar) - ১১ লাখ টাকা
  • নিরোশান ডিকভেলা (Niroshan Dickwella) - ৩৫ হাজার ডলার
  • অ্যাঞ্জেলো পেরেরা (Angelo Perera) - ২০ হাজার ডলার।


৫. নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express)

নতুন দল নোয়াখালী তারকাদের ধরে রেখে নিলাম থেকে প্রয়োজনীয় খেলোয়াড়দের নিয়েছে।

সরাসরি চুক্তি:

  • হাসান মাহমুদ (Hasan Mahmud)
  • সৌম্য সরকার (Soumya Sarkar)
  • জনসন চার্লস (Johnson Charles)
  • কুশল মেন্ডিস (Kusal Mendis)।

নিলাম থেকে:

  • হাবিবুর রহমান সোহান (Habibur Rahman Sohan) - ৫০ লাখ টাকা
  • জাকের আলী (Jaker Ali) - ৩৫ লাখ টাকা
  • মাহিদুল ইসলাম (Mahidul Islam) - ৩৫ লাখ টাকা
  • নাজমুল ইসলাম অপু (Nazmul Islam Apu) - ১৮ লাখ টাকা
  • আবু হাশিম (Abu Hashem) - ১৮ লাখ টাকা
  • মুশফিক হাসান (Mushfiq Hasan) - ১৮ লাখ টাকা
  • শাহাদাত হোসেন (Shahadat Hossain) - ১৮ লাখ টাকা
  • রেজাউর রহমান (Rezaur Rahman) - ১৮ লাখ টাকা
  • মেহেদি হাসান (Mehedi Hasan) - ১৪ লাখ টাকা
  • সৈকত আলী (Saikat Ali) - ১৪ লাখ টাকা
  • সাব্বির হোসেন (Sabbir Hossain) - ১৪ লাখ টাকা
  • ইহসানউল্লাহ (Ehsanuallah) - ২৮ হাজার ডলার
  • হায়দার আলি (Haydar Ali) - ২৫ হাজার ডলার।


৬. ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals)

বিপিএলের সফল দলগুলোর মধ্যে ঢাকা তাদের স্কোয়াড সাজিয়েছে ভারসাম্য রেখে।

সরাসরি চুক্তি:

  • তাসকিন আহমেদ (Taskin Ahmed)
  • সাইফ হাসান (Saif Hassan)
  • উসমান খান (Usman Khan)
  • অ্যালেক্স হেলস (Alex Hales)।

নিলাম থেকে:

  • সাইফউদ্দিন (Safiuddin) - ৬৮ লাখ টাকা
  • শামীম পাটোয়ারী (Shamim Patwari) - ৫৬ লাখ টাকা
  • মোহাম্মদ মিঠুন (Mohammad Mithun) - ৫২ লাখ টাকা
  • তাইজুল ইসলাম (Tajul Islam) - ৩০ লাখ টাকা
  • সাব্বির রহমান (Sabbir Rahman) - ২৮ লাখ টাকা
  • নাসির হোসেন (Nashir Hossain) - ১৮ লাখ টাকা
  • তোফায়েল আহমেদ (Tofayel Ahmed) - ১৮ লাখ টাকা
  • ইরফান শুক্কুর (Irfan Sakkur) - ১৮ লাখ টাকা
  • আব্দুল্লাহ আল মামুন (Abdullah Al Mamun) - ১৪ লাখ টাকা
  • মারুফ মৃধা (Maruf Mritu) - ১৪ লাখ টাকা
  • জায়েদ উল্লাহ (Zayed Ullah) - ১১ লাখ টাকা
  • দাসুন শানাকা (Dasun Shanaka) - ৫৫ হাজার ডলার
  • জুবাইরউল্লাহ আকবর (Jubair Ulla Akbar) - ২০ হাজার ডলার।

বিপিএলের লোগো | ছবি: সংগৃহীত

বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকলেও, দুর্নীতি ও ফিক্সিং (Fixing) এড়াতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বিসিবি (BCB)। বোর্ডের কর্তারা টুর্নামেন্ট সফল করতে সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি, খেলাধুলার পবিত্রতা বজায় রাখতে এবার প্রতিটি দলেই সিআইডি (CID) কর্মকর্তাদের বাড়তি নজর থাকবে।

বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এই প্রসঙ্গে বলেন, ‘সিআইডির দুইজন অফিসার থাকবেন। একজন থাকবেন উইথ ড্রেস, আরেকজন থাকবেন প্রতিটি টিমের সঙ্গেই। এই সতর্কতা টুর্নামেন্টের মান নিশ্চিত করবে।’

আরও পড়ুন:

নিলামের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের ১২তম আসরের (BPL 12th Season) যাত্রা শুরু হলো। এখন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবি—সবার কাছেই প্রতিশ্রুতি ও প্রত্যাশার অঙ্ক মেলানোর পালা। প্রত্যাশা এটাই যে, মাঠের ক্রিকেট এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবার সফল হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League)।

বিপিএলের ১২তম আসর নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর-FAQ

প্রশ্ন: বিপিএলের ১২তম আসর কবে শুরু হতে পারে?

উত্তর: বিপিএলের ১২তম আসর (BPL 12th Season) শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে।

প্রশ্ন: এবারের বিপিএলে নতুন দল হিসেবে কোন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে?

উত্তর: এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express)।

প্রশ্ন: নোয়াখালী এক্সপ্রেস দলের হেড কোচ হিসেবে কে দায়িত্ব পেয়েছেন?

উত্তর: অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

প্রশ্ন: বিপিএল ১২তম আসরের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে?

উত্তর: এবারের নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম, যাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

প্রশ্ন: এবারের নিলামে তাওহিদ হৃদয় কোন দলের হয়েছেন এবং কত টাকায়?

উত্তর: তরুণ তারকা তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

প্রশ্ন: বিপিএলের ফিক্সিং রুখতে এবার বিসিবি কী ধরনের বাড়তি সতর্কতা নিয়েছে?

উত্তর: ফিক্সিং এড়াতে এবার প্রতিটি দলের সঙ্গে সিআইডি (CID) কর্মকর্তাদের বাড়তি নজরদারি থাকবে।

প্রশ্ন: লিটন দাস এবং মুশফিকুর রহিম নিলাম শেষে কোন কোন দলে গেলেন?

উত্তর: লিটন দাসকে ৭০ লাখ টাকায় নিয়েছে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে ৩৫ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।

প্রশ্ন: বিদেশী তারকাদের মধ্যে অ্যালেক্স হেলস এবং জনসন চার্লস কোন কোন দলে খেলবেন?

উত্তর: অ্যালেক্স হেলসকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এবং জনসন চার্লস খেলবেন নোয়াখালী এক্সপ্রেসে।

প্রশ্ন: বিপিএলে খেলোয়াড়দের প্রাইজমানি নিয়ে খালেদ মাহমুদ সুজনের অসন্তোষের কারণ কী?

উত্তর: সুজন মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ফি, অকশন ফি সহ আনুষঙ্গিক খরচ অনেক বেশি, কিন্তু খেলোয়াড়দের বেসিক প্রাইজমানি সেই তুলনায় কম রাখা হয়েছে।

প্রশ্ন: ফিক্সিংয়ের অভিযোগে বিসিবি নিলামের আগে কী পদক্ষেপ নিয়েছে?

উত্তর: নিলামের আগের দিন ফিক্সিং সন্দেহে রেড জোনে থাকা বেশ কিছু ক্রিকেটারের নাম প্লেয়ার ড্রাফট থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রশ্ন: নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন ফ্যানদের কাছে কী আবেদন করেছেন?

উত্তর: তিনি নোয়াখালীর ফ্যানদের কাছে বার্মি-আর্মির মতো সমর্থন চেয়েছেন এবং তাড়াহুড়ো না করে দলকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রশ্ন: বিপিএলের নিলামে সাইফউদ্দিন কত টাকায় বিক্রি হয়েছেন?

উত্তর: অলরাউন্ডার সাইফউদ্দিনকে ৬৮ লাখ টাকায় কিনেছে ঢাকা ক্যাপিটালস।

প্রশ্ন: বিপিএল খেলার জন্য একজন বিদেশি ক্রিকেটারের ন্যূনতম পারিশ্রমিক কত হতে পারে?

উত্তর: এই আসরে বিদেশিদের ন্যূনতম মূল্য প্রায় ১০ হাজার ডলার (USD) নির্ধারণ করা হয়েছিল।

প্রশ্ন: বিপিএলের ইতিহাসে প্রথমবার নাম লেখানো নোয়াখালী এক্সপ্রেসের কৌশল কী?

উত্তর: তারা প্রথম আসরেই বাজিমাত করতে শক্তিশালী দল গোছানোর পরিকল্পনা করছেন এবং ফ্যানদের দীর্ঘমেয়াদী সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন।

প্রশ্ন: বিপিএল-এর সব খেলা সাধারণত কোন স্টেডিয়ামে আয়োজন করা হয়?

উত্তর: বিপিএল-এর বেশিরভাগ ম্যাচ সাধারণত ঢাকার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়।

এসআর