আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় ভারত। তবে সপ্তম ওভারে ৫৬ রানে ভাঙে অভিষেক শর্মা ও শুভমান গিলের জুটি। ব্যক্তিগত ৪৬ রানে আউট হন গিল। এছাড়া সর্বোচ্চ ২৮ রান করেন অভিষেক।
শেষ দিকে অক্ষরের ক্যামিও ব্যাটিংয়ে ভর করে ইনিংসে লড়াকু রান সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন এলিস ও জাম্পা।
এরপর ১৬৮ রানের লক্ষ্যে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। নবম ওভারে ১ উইকেটে ৬৭ রান করে শক্ত অবস্থানে ছিল অজিরা। তবে দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষরের স্পিনে ১০৩ রানেই ৬ উইকেট হারায় অজিরা।
আরও পড়ুন:
১৭ ওভারে বোলিংয়ে আসেন ওয়াশিংটন। তার করা চতুর্থ বলে মার্কাস স্টয়নিসকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এ স্পিনার। পরের বলে জাভিয়ের বার্টলেটকে ফিরতি ক্যাচে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি।
১ দশমিক ২ ওভারে ৩ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ভারতীয় বোলারদের দাপটে শেষ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে ১১৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট ও ব্যাট হাতে ১১ বলে ২১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অক্ষর।





