আইসিসি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, এশিয়া কাপে দুটি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন হারিস। যা খেলার ভাবমূর্তি নষ্ট করার সঙ্গে সম্পর্কিত। নিষিদ্ধ হওয়ায় দেশের মাটিতে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না হারিস রউফ।
আরও পড়ুন:
প্রথম ম্যাচ অবশ্য এরইমধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ম্যাচ আগামীকাল (বৃহস্পতিবার, ৬ নভেম্বর)। এর আগে গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের দর্শকদের দিকে ৬-০ ইশারা করে বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি করেন রউফ। যা সামরিক বাহিনীর প্রতি কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল ভারতীয়রা। সেই অপরাধেই শাস্তি পেলেন পাকিস্তানের এ পেসার।





