সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
1

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে এরই মাঝে সিরিজ জিতে নিয়েছে উইন্ডিজ দল। ফলে বাংলাদেশ দল এ ম্যাচে কেবলই মাঠে নামবে গৌরব রক্ষা তথা হোয়াইটওয়াশ এড়াতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) সন্ধ্যা ছয়টায়।

মিরপুরে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল গিয়েছিল চট্টগ্রামে। তবে টানা দুই ম্যাচ হেরে এরই মাঝে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগাররা। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ থেকে বাঁচতে তাই মাঠে নামছে লিটন দাসরা।

প্রথম দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি হয়েছে। কোনোভাবেই এ জায়গাতে উন্নতি করতে পারছে না বাংলাদেশ। টপঅর্ডার থেকে মিডল সব জায়গায় একই চিত্র। তাই এ ম্যাচ জিতে সম্মান বাঁচাতে হলে সবার আগে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরকেই। সেক্ষেত্রে তানজিদ তামিম থেকে সাইফ, লিটন, হৃদয়ের ব্যাটে কথা বলতে হবে। শামিম-জাকের কিংবা সোহানদের খেলতে হবে দায়িত্বশীল ইনিংস।

আরও পড়ুন:

গত দুই ম্যাচের বিবেচনায় ম্যাচে টস জেতা গুরুত্বপূর্ণ। তাই জয় পেতে হলে আগ্রাসী ব্যাটিং আর বড় স্কোর করা হবে গুরুত্বপূর্ণ। আগে ব্যাট করে ১৬০ থেকে ১৭০ রান হবে চট্টগ্রামের মাঠে জয়ের জন্য ভালো পুঁজি।

আগের দুই ম্যাচে দুর্দান্ত ছিলো ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডাররা রান পেয়েছেন। বোলিংয়ের সময় নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে পেরেছে ক্যারবীয় বোলাররা। তাই এ ম্যাচেও অপরিবর্তিত লক্ষ্য নিয়েই মাঠে নামবে শাই হোপের দল।

আগেই সিরিজ হারিয়ে খানিকটা মানসিক চাপে বাংলাদেশ দল। তবে এ ম্যাচটি জিতে অন্তত ব্যবধান কমাবে বাংলাদেশ দল এটাই চাওয়া থাকবে ভক্তদের।

এফএস