মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম বলেই জেমি স্মিথকে বোল্ড করেন ম্যাট হেনরি। এরপর ইংলিশদের ওপর ঝড় বইয়ে দেন কিউই অলরাউন্ডার জাকারি ফোক্স। একে একে সাঝঘরে ফেরান বেন ডাকেট, জো রুট ও জ্যাকব বেথেলকে। মাত্র ১০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা।
আরও পড়ুন:
এরপর একপ্রান্ত আগলে রেখে ১০১ বলে ১৩৫ রানের দুর্দান্ত ক্যাপ্টেনস নক খেলেন হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত ২২৩ রানে অল আউট হয় সফরকারীরা। কিউইদের পক্ষে ৪ টি উইকেট নেন ফোক্স ও ৩টি উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেলের ৯১ বলে ৭৮ ও মাইকেল ব্রেইস ওয়েলের ৫১ বলে ৫১ রানের ইনিংসে ভর করে ৩৬ দশমিক চার ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। দল হারলেও ১৩৫ রানের ইনিংস খেলে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হ্যারি ব্রুক।





