ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। যোগ করা সময়ে কারকেজের গোলে ১ গোল শোধ করলেও বিরতির পর থিয়াগোর পেনাল্টিতে ৩-১ গোলের লিড পেয়ে যায় ব্রেন্টফোর্ড। শেষ দিকে সালাহ গোল করলেও ৩-২ ব্যবধানে হারে লিভারপুল।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে, ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই দুই ব্রাজিলিয়ান তারকা ম্যাথিয়াস কুনহা এবং ক্যাসেমিরোর গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন:
এরপর ৬১ মিনিটে এমবুয়েমো গোল করলে স্কোরলাইন হয় ৩-০। ব্রাইটনের হয়ে এরপর দুই গোল শোধ করেন ড্যানি ওয়েলব্যাক এবং কস্তুলাস।
তবে শেষ মিনিটে এমবুয়েমো নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন, ৪-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। কোচ রুবেন আমোরিমের অধীনে প্রথমবারের মতো টানা তিন ম্যাচে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।





