এসময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুলতান সালাউদ্দিন টুকু।
আরও পড়ুন:
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেদিন টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
পরে ওই আসনের নাম আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। এবার ওই আসনেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।





