জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরু, ময়মনসিংহের অভিষেক

শুরু হচ্ছে এনসিএলের নতুন মৌসুম
শুরু হচ্ছে এনসিএলের নতুন মৌসুম | ছবি: সংগৃহীত
0

শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। আগামী (শনিবার, ২৫ অক্টোবর) শুরু হবে টুর্নামেন্ট। এবারও আট দল নিয়ে অনুষ্ঠিত হবে দেশের প্রধান এ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে প্রথমবার খেলবে ময়মনসিংহ। বাদ পড়েছে ঢাকা মেট্রো।

দশ বছর আগে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও এতদিন এনসিএলে খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ বিভাগ। সবশেষ গত আগস্টে বিভাগটির নাম ঘরোয়া লিগে দল হিসেবে যুক্ত করার কথা বলা হলেও আপত্তি জানিয়েছিল ঢাকা মেট্রো। তবে মেট্রোকে সরিয়ে ময়মনসিংহকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

এবার ঢাকায় মিরপুর ছাড়াও বিকেএসপির মাঠ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দুটি স্টেডিয়ামে এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এফএস