নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিতে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লক্ষ্য থাকবে অজি মেয়েদের। অন্যদিকে টাইগ্রাসরা জিতলে পরের রাউন্ডে যাবার স্বপ্ন কিছুটা হলেও টিকে থাকবে। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর)স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ভারতের বিশাখাপটনমে শুরু হবে ম্যাচটি।

স্রেফ একটা-দুটা জয় নাকি বড় লক্ষ্য, নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের আশা কি? কোন লক্ষ্য নিয়ে আসরটিতে খেলতে গিয়েছে নিগার সুলতানা জ্যোতিদের দল? চার ম্যাচ শেষে খেলার ধরন আর ফলাফল দেখে এখন আর এমন প্রশ্নের উত্তর এখন সহজ।

আরও পড়ুন:

এরইমাঝে আসরটির সবচেয়ে সফল ও শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে জয় নয় বরং নিগার সুলতানা জ্যোতিদের চাওয়া থাকবে সম্মানজনক হার।

ইএ