বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভঙ্গুর মিডল অর্ডার বাংলাদেশের বড় চিন্তার কারণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ | ছবি: সংগৃহীত
0

আফগান সিরিজ শেষ হলেও দম ফেলার ফুরসত পাচ্ছেন না ক্রিকেটাররা। বাংলাদেশের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের অপেক্ষা। যেখানে ভঙ্গুর মিডল অর্ডার বড় চিন্তার কারণ বাংলাদেশের। এদিকে, পূর্ণ শক্তির দল নিয়ে আসা ক্যারিবীয়দের দলে আছে চমক। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার পর টাইগারদের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জ শাই হোপদের।

১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে ভরাডুবি। সবমিলিয়ে নিজেদের খেলা শেষ ১২ ওয়ানডের মাত্র এক জয় লাল-সবুজদের। সেই রেশ কাটতে না কাটতেই উইন্ডিজ চ্যালেঞ্জের মুখোমুখি মেহেদী মিরাজের দল।

সাম্প্রতিক ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ মিডল অর্ডারের অফ ফর্ম। সদ্য সমাপ্ত আফগান সিরিজে তিন ওয়ানডেতে চার থেকে সাত নম্বরে নামা ব্যাটাররা যৌথভাবে করেছেন যথাক্রমে ১৩৩, ৬১ ও ১৫ রান। গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে প্রতি ম্যাচে প্রায় সাড়ে ১৭ গড়ই বুঝিয়ে দেয় মিডল অর্ডারের দৈন্যদশা।

আরও পড়ুন:

শেষ ১ বছরের হিসেবে মিডল অর্ডারের ব্যাটারদের গড়, টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে দশ নম্বরে বাংলাদেশ। টাইগারদের নিচে আছে কেবল জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। একই সময়ে বাংলাদেশের মিডল অর্ডারের চেয়ে ভালো ব্যাটিং গড়ে রান করেছেন নেপাল, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের মতো সহযোগী দেশগুলোও।

কদিন পরেই ঘরের মাটিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা মিডল অর্ডার ব্যাটারদের গড়ের এই তালিকায় অবস্থান করছে শীর্ষে। প্রতি ম্যাচে ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটারদের গড় মিরাজদের চেয়ে ৫৯ রান বেশি।। সম্প্রতি নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও শেষ ৫ ওয়ানডে সিরিজের তিনটিই জিতেছে তারা। যার মাঝে আছে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও।

সব মিলিয়ে আসন্ন উইন্ডিজ সিরিজে বাংলাদেশকে ভালো করতে হলে চ্যালেঞ্জ জানাতে হবে সাম্প্রতিক পরিসংখ্যানকে। অন্যদিকে ক্যারিবীয়দের মিডল অর্ডারকে রুখে দেয়ার গুরুদায়িত্ব নিতে হবে বোলারদের। তবে বড় চ্যালেঞ্জ হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা আকিম অগাস্টে। বয়সভিত্তিক দল থেকে ধাপে ধাপে তৈরি করা এ ব্যাটারকে ঘিরে বড় স্বপ্ন দেখছে দলটি।

সব মিলিয়ে বলা যায়, নামের ভার ও ঐতিহ্যের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ বেশ এগিয়ে। ওয়ানডেতে দুই দলের সাম্প্রতিক ফর্মও ক্যারিবীয়দের পক্ষে কথা বলছে। তবুও নেপালের বিপক্ষে সিরিজ হার মানসিকভাবে তাদের কিছুটা পিছিয়ে রাখবে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ? মিডল অর্ডারের সাফল্য-ব্যর্থতার ওপরই অনেকাংশে নির্ভর করছে এর উত্তর।

ইএ