সফরের শুরুতেই শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। ইস্টার্ন গ্যালারিতে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।
আরও পড়ুন:
শহিদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দান গ্যালারিতে ৪০০ টাকায় খেলা দেখার সুযোগ থাকছে। দুই ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য আড়াই হাজার টাকা।
সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকার টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। আগামী ১৮, ২১ এবং ২৩ অক্টোবরে হবে ম্যাচগুলো।





