দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

ট্রফি হাতে ভারতীয় দল
ট্রফি হাতে ভারতীয় দল | ছবি: সংগৃহীত
0

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এর ফলে ২-০ তে টেস্ট সিরিজ জিতলো স্বাগতিকরা। ৬৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে ভারত। তাতে পঞ্চম দিন জয়ের জন্য দাঁড়ায় ৫৮ রান। আর হাতে ৯ উইকেট।

এমন সমীকরণে আগের দিনে পিচে থাকা দুই ব্যাটার লোকেশ রাহুল এবং সাই সুদর্শন মাঠে নামলেও বড় জুটি গড়তে পারেননি।

রোস্টন চেজের বলে শাই হোপ ক্যাচ নিলে এদিন ৯ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন সুদর্শন।

আরও পড়ুন:

এরপর রাহুলের যোগ্য সতীর্থ হতে ব্যর্থ শুভমান গিলও। দ্রুত রান তুলতে গিয়ে এক চার আর ছয় মেরে উইকেট হারান অধিনায়কও।

তবে শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ব্যক্তিগত ৫৮ রান করে দলের জয় নিশ্চিত করেন উইকেটকিপার ব্যাটার রাহুল।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ৫১৮ রান করে ভারত। পরে সফররত উইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৪৮ রান আর দ্বিতীয় ইনিংসে করে ৩৯০ রান।

তাতে জয়ের জন্য ভারতের দাঁড়ায় ১২১ রান। এ জয়ে ভারত দলের টেস্টে অধিনায়কত্বের পর প্রথম সিরিজ জিতলেন শুভমান গিল।

সেজু