দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট

বিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান
বিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
4

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। আগামী ২১ নভেম্বর কক্সবাজারে শুরু হয়ে তিনব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে ২৩ নভেম্বর।

বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই মূলত এ আয়োজন করা বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে কক্সবাজার রুপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়।

দেশের শীর্ষ ১৬ কর্পোরেট দলের ৩২০ এর অধিক ক্রিকেটার অংশ নেবেন আসরটিতে।

আরও পড়ুন:

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের ঘোষণা দেয়ার সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘দেশের করপোরেট হাউসগুলো এভাবে এগিয়ে আসলে খেলাধুলা , সমাজ ও পরিবেশের উন্নয়নে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।’

আর আয়োজকরা জানান আগামীতে শারীরিকভাবে চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্যও আয়োজন করা হবে এমন ক্রিকেট আসর।

এসএস