দেশে রাজনীতিতে পট পরিবর্তনের পর থেকেই পরিচালক সংকট ছিলো ক্রিকেট বোর্ডে। ফারুক আহমেদ থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুল প্রত্যেকেই সামলেছেন বাড়তি দায়িত্বের বোঝা। তবে সদ্য গঠিত কমিটির প্রথম কার্য দিবসেই ২২ জন পরিচালকের মাঝে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে, যার মেয়াদ দুই মাস। এরপর পর্যবেক্ষণে ও আলোচনা সাপেক্ষে পুনঃবন্টন করা হবে দায়িত্ব।
বর্তমান সভাপতি বুলবুল দায়িত্ব পালন করবেন বিপিএলসহ ৩টি কমিটির।নাজমুল আবেদীন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু থাকছেন আগের দায়িত্বেই। তবে দায়িত্ব পাননি ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দুই মাসের জন্য এটা করা হলো। কেউ যদি কমফোর্টেবল না হয় তারা এসে বলতে পারে। তারা আলোচনা করতে পারে। ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্বে নেই, তিনি ভাইস প্রেসিডেন্ট। আমি এতদিন স্পোর্টস পারসন ছিলাম, আমার কাছে এ কমিটিটা দেয়া হয়েছে।’
বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনের অস্থিরতা কিংবা ব্যস্ততায় অনেকটা আড়ালেই পড়েছিলো বিপিএল ইস্যু। তাহলে কি বিপিএল শেষ পর্যন্ত হচ্ছে না? ওঠেছিলো এমন প্রশ্নও। তবে প্রথম বোর্ড সভাতেই সেসব শঙ্কা দূর করেছে নতুন কমিটি।
আরও পড়ুন:
ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মেজর ডিসিশন নেয়া হয়েছে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর-জানুয়ারিতে এক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমরা বিপিএল আয়োজন করবো। মাহবুব ভাই সুন্দর করে কাজ করে একটা লেভেল পর্যন্ত নিয়ে গেছেন কিন্তু এখানে কিছু গ্যাপ রয়ে গেছে। আমাদের এখন এটাকে কাভার করতে হবে।’
এদিকে, প্রথমবারের মতো ক্রিকেট বোর্ড পরিচালনায় এসে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, শানিয়ান তানিমরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘তরুণ হিসেবে আমাদের প্রথম কাজ হবে এখানে পরিবেশ, অবস্থান বোঝা। এরপর আস্তে আস্তে আমরা আমাদের আইডিয়া শেয়ার করবো। কিন্তু আমার মনে হয় এখানে সবার এঙ্গেজমেন্ট দরকার।’
ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি আসলে নিয়েছি এজন্য যাতে ক্রিকেটের জন্য কিছু করতে পারি। যেহেতু প্রথম দিন ছিলো, তাই প্রথম দিন হিসেবে যারা অভিজ্ঞ আমরা তাদের কথা শুনেছি। আমরা আশাবাদী যে এখান থেকে কাজ করা যাবে।’
ক্রিকেট বোর্ডের পরিচালক শানিয়ান তানিম বলেন, ‘আমরা যেহেতু নতুন এসেছি তাই কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা যতটা আমাদের লক্ষ্য ততটাই আপনাদেরও লক্ষ্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা এখানে আসতে পেরে আনন্দিত।’
প্রথম বোর্ড সভার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নতুন কমিটির। পেছনের বিতর্ক ভুলে সামনে প্রতিবন্ধকতা পেরিয়ে অপেক্ষা করছে নতুন নতুন চ্যালেঞ্জ। বন্ধুর সেই পথে সবাইকে পাশে চান বোর্ড পরিচালকরা।





