২৫ জনের বোর্ড হওয়ায় কাজে গতি আসবে: নবনির্বাচিত বিসিবি সহ-সভাপতি

নবনির্বাচিত বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ
নবনির্বাচিত বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ | ছবি: এখন টিভি
0

২৫ জনের বোর্ড হওয়ায় কাজে গতি আসবে বলে মনে করছেন নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গতকাল (সোমবার, ৬ অক্টোবর) নির্বাচনের ফল ঘোষণার পর আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বিসিবিতে আরও একবার জায়গা করে নিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদের। গেলোবার সভাপতি পদে থাকা ফারুক নতুন বোর্ডে আসছেন সহ-সভাপতির দায়িত্ব নিয়ে।

দিনভর নির্বাচনের পর ক্লাব ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে ক্রিকেট বোর্ডে নিজের জায়গা নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এ অধিনায়ক।

আরও পড়ুন:

সভাপতি থাকাকালে তার একাধিক সিদ্ধান্ত এবারের নির্বাচনেও ছিল বড় অনুঘটক। তবে সবকিছু পেছনে ফেলে সামনের দিকে তাকাতে চান ফারুক আহমেদ। নির্বাচিত হয়ে গণমাধ্যমের সামনে এসে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফারুক আহমেদ বলেন, ‘আমার মনে হয়, পূর্ণাঙ্গ এ ২৫ জনের বোর্ড হওয়ার কারণে কাজের গতি আসবে। এর আগে তো আংশিক বোর্ড ছিল।’

এসএইচ