বিসিবি নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল দেশের ক্রিকেট। এরই মধ্যে দুদকের তদন্তে নাম আসা ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ও পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। পরে হাইকোর্ট ক্লাবগুলোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেন।
এছাড়া এডহক কমিটি থেকে কাউন্সিলর পাঠাতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি পাঠান বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেটিকে ‘স্বেচ্ছাচারিতা ও নোংরামি’ বলে মন্তব্য করেন তামিম ইকবালরা।
আরও পড়ুন:
ক্লাবগুলোর নির্বাচনে অংশ নেয়ায় নিষেধাজ্ঞা ও এডহক কমিটি থেকে কাউন্সিলর চাওয়াকে কেন্দ্র করে একে একে মনোনয়ন প্রত্যাহার করেন ১৭ জন পরিচালক পদপ্রার্থী।
চেম্বার আদালতের আজকের আদেশের ফলে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। তফসিল অনুযায়ী, বিসিবির নির্বাচন আগামীকাল ৬ অক্টোবর।





