আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, থাকছেন না লিটন

বাংলাদেশ দলে থাকছেন না লিটন দাস
বাংলাদেশ দলে থাকছেন না লিটন দাস | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে সিরিজে থাকছেন না অধিনায়ক লিটন দাস। আগামী ২,৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে হবে এ সিরিজ।

তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এছাড়া লিটন দাসের পরিবর্তে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপের দলে এ একটিই পরিবর্তন। বাকিরা যথারীতি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানে করছেন।

আরও পড়ুন:

শারজায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। একই ভেন্যুতে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোর খেললেও, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আফগানরা।

ইএ