এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের নাটকীয় জয়

ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা দুই দলের সুপার ফোরের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। গুরুত্বহীন হয়ে পড়া ম্যাচে তবুও রোমাঞ্চ-উত্তেজনার পসরা সাজিয়ে ভারতের নাটকীয় জয়ে শেষ হলো এশিয়া কাপের এ নিয়মরক্ষার ম্যাচ।

টি-টোয়েন্টি ক্রিকেটে এ দুই দলের মুখোমুখি সবশেষ দুটি ম্যাচই হলো টাই। কাকতালীয়ভাবে, ২০২৪ সালে পাল্লেকেলেতে সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল দুই রান আর ভারত জিতেছিল প্রথম বলে! দুবাইয়ে গত (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) আভিশেক শার্মা, তিলাক ভার্মা, সাঞ্জু স্যামসনের ঝড়ো ইনিংস ও আকসার প্যাটেলের ক্যামিওতে দুইশো ছাড়ানো পুঁজি গড়ে ভারত।

আরও পড়ুন:

জবাবে দ্বিতীয় উইকেটে নিসাঙ্কা ও কুসাল পেরেরার বিস্ফোরক জুটিতে একপর্যায়ে জয়ের কাছেই ছিল শ্রীলঙ্কা। তবে ভারতের ২০২ রানের জবাবে শ্রীলঙ্কাও করে ২০২। টাই ম্যাচ সুপার ওভারে গড়ালেও দুই রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ভারত জিতে যায় প্রথম বলেই। দলকে জেতাতে না পারলেও ৭ চার ও ৬ ছক্কায় ৫৮ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান নিসাঙ্কা।

এফএস