বর্তমান ক্রিকেটাররা পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন: উপদেষ্টা আসিফ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
1

বিসিবি নির্বাচন নিয়ে বর্তমান ক্রিকেটাররা নির্দিষ্ট কোনো ব্যক্তির পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে সরকার পরিবর্তনে এবারের নির্বাচন বেশ জমজমাট এবং প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

আসন্ন অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট পাড়া। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠুর ক্লাবসহ ১৫টি ক্লাবের আপত্তি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি কম হয়নি।

সেসময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুদকের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের তথ্য তুলে ধরা হয়। তবে ইসির যাচাই বাছাই শেষে ১৫টি ক্লাবসহ পাঁচ জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেয়া হয়। শুধু চূড়ান্ত তালিকাতে শূন্য রাখা হয়েছে নরসিংদীর কাউন্সিলরশিপের ঘর।

তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেন, শুধু কাউন্সিলর হিসেবে ভোট দেয়ার জন্য এমন ক্লাব রাখার কোনো মানে নেই।

সম্প্রতি জাতীয় দলে থাকা তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মুমিনুলসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিসিবি নির্বাচন নিয়ে পক্ষপাতিত্ব করা দুঃখজনক বলে মনে করেন এ উপদেষ্টা।

আরও পড়ুন:

আসিফ মাহমুদ বলেন, ‘পৃথিবীর কোথাও কোনো রানিং ক্রিকেটারকে বোর্ড নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায় না। এটা খুবই দুঃখজনক। এটা কন্ট্রাক্টের সম্পূর্ণ ভায়োলেশন। যারা এগুলো করাচ্ছেন তাদের শেইম ফিল করা উচিত।’

এবারের নির্বাচন বেশ জমজমাট এবং প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘আগের নির্বাচন কী হতো? একজন সভাপতি হবে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তার জন্যই সব আয়োজন হতো। এবার তো সেরকম না। এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী।’

ইসি প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম আছে হেভিওয়েট তামিম ইকবালসহ সাবেক সভাপতি ফারুক আহমেদের।

এসএস