‘খামখেয়ালি’ ব্যাটিং ব্যর্থতায় সহজ ম্যাচ হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ
পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের দেয়া ১৩৬ রানের সহজ লক্ষ্যও পেরোতে পারলো না বাংলাদেশ,  হারলো ১১ রানে। অঘোষিত সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট শেষ হলো টাইগারদের, খেলা হলো না ফাইনাল।

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) সুপার ফোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে যে দল জিতবে, সে দলই ফাইনাল খেলবে —এমন সমীকরণে খেলতে নেমে শুরুতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে ৩৩ রান তুলতে ৪ উইকেট হারায় পাকিস্তান। 

এরপরেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তানি ব্যাটাররা। কিন্তু শেষ দিকে মোহাম্মদ হারিস, আফ্রিদি, নাওয়াজ ও ফাহিমের ব্যাটে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। তারা যথাক্রমে ৩১, ১৯, ২৫ ও ১৪ রান তোলে, এতে ২০ ওভার শেষে পাকিস্তানের রান সংখ্যা দাঁড়ায় ৮ উইকেটে ১৩৫।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান তাসকিন , খরচ করেছেন ২৮ রান। অন্য বোলারদের মধ্যে রিশাদ ও মাহেদী পেয়েছেন ২টি করে উইকেট। মুস্তাফিজ ১ উইকেট পেলেও আরেক পেসার তানজিম সাকিব ছিলেন উইকেট শূন্য।

আরও পড়ুন:

এরপর ১৩৬ রানের সহজ টারগেটে ব্যাট করতে নেমে, আবারো ব্যর্থ হন পারভেজ ইমন, কোনো রান যোগ না করেই ফেরেন সাজঘরে। অপর পাশে নিজের স্বভাবসুলভ ব্যাট করছিলেন সাইফ। তবে আজ ভাগ্য তার সহায় হয়নি, ফিরেছেন ১৮ রান করে।

পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে বাংলাদেশ, এতে কিছুটা চাপে পরে ব্যাটাররা। হয়তো এই চাপেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন একের পর এক ব্যাটার। বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৪ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন শামিম পাটোয়ারী।

এসএইচ