আসন্ন নির্বাচন ঘিরে টালমাতাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নানা ইস্যু নিয়ে শুরু থেকে তর্ক বির্তক ছিল। তবে কাউন্সিলরশিপ দেয়া না দেয়া কিংবা অভিযুক্ত ক্লাবের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তাপ ছড়াচ্ছে বিসিবি নির্বাচনে। এরআগে ক্রীড়া সংগঠকদের সঙ্গে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল।
কাউন্সিলরদের খসড়া তালিকা প্রকাশের পর এবার বিসিবিতে হাজির তামিম। আপত্তি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ক্লাবের অধীনে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও।
ওল্ড ডি ও এইচ এস স্পোর্টস ক্লাব কাউন্সিলর তামিম ইকবাল বলেন, ‘আমি তাদের স্পষ্ট করে একটি বিষয় বলেছি যে, এখানে ১৫টি ক্লাবের থেকে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন- আপনার তিনশো জন ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। প্লেয়ারদের সঙ্গে তাদের পরিবারও জড়িত।’
অভিযোগ করে এই ক্রিকেটার বলেন, ‘নির্বাচনে একটা পক্ষকে দুর্বল করার জন্য এসব করা হচ্ছে। নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন হবে, যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে, এটার জন্য ...ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আজ পর্যন্ত দেখি নাই। যে জিনিষটা আপনারা করে যাচ্ছেন, সেটা দলিল হয়ে থাকবে। পরবর্তীতেও কিন্তু এই জিনিষগুলোই অনুসরণ করা হবে।'
আরও পড়ুন:
বিসিবিতে নির্বাচন ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তামিম বলেছেন, ‘বোর্ডের ইতিহাসে নির্বাচন ঘিরে এত নোংরামি। কখনও হয়নি।’
এ নিয়ে তামিম বলেন, ‘আপনারা তাদেরকে কাউন্সিলরশিপ না দিতেন, তাদের যদি বলতেন, এ ক্লাব থেকে যদি কাউন্সিলর হন এমন একটি ঘটনা ঘটতে পারে, তাহলে ১৫টি কাউন্সিলরের একটি অপশন থাকত যে, তারা অন্য কোনোভাবে এসে হলেও কাউন্সিলর হতো।’
সম্প্রতি নানাবিধ অভিযোগের মধ্যে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগ জমা পড়ে বিসিবি নির্বাচন কমিশনে। কিন্তু বাদী শুনানিতে উপস্থিত না থাকায় নির্বাচনে অংশ নিতে তামিমের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বিসিবি প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মাদ হোসেন বলেন, ‘ক্লাব সম্পর্কে যে অভিযোগ সে সম্পর্কে আজ শুনানি হয়েছে। আমরা সবার নোট নিয়েছি। এ চিঠিটি আমাদের কাছে এসেছে কিন্তু এর প্রেক্ষিতে কেউ প্রেজেন্ট হয়নি তাই আমরা অ্যাবসেন্ট দেখিয়েছি।’
এদিন মোট ৩৮ অভিযোগের মধ্যে শুনানি সম্পন্ন হয়েছে ৩০টি অভিযোগের। এর বাইরে শুনানি হয়েছে কাউন্সিলরশিপ জমাদানে বিলম্ব করা সাবেক সভাপতি ফারুক আহমেদেরও। অভিযোগ আপত্তি পর্যবেক্ষণ সাপেক্ষে আগামী শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিসিবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা।





