অস্ট্রেলিয়া সিরিজে না খেলার সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের

কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন | ছবি: সংগৃহীত
0

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। বোর্ডের সঙ্গে বর্তমান চুক্তির আলোকেই এমন সিদ্ধান্ত এ কিউই ব্যাটারের।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত উইলিয়ামসন পছন্দসই সিরিজে খেলতে পারবেন।

আরও পড়ুন:

নিজেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার। যে কারণে নিউজিল্যান্ডের বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই তার নাম। 

কিউইদের পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজের সময় একাধিক ক্রিকেটারই ব্যস্ত থাকবেন বিগ ব্যাশের জন্য। উইলিয়ামসন এখন পর্যন্ত এ ফ্র্যাঞ্চাইজ লিগে অংশগ্রহণ নিশ্চিত না করলেও সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এসএইচ