‘বি’ গ্রুপের এ ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে খেলার সমীকরণ। হংকংয়ের বিপক্ষে লঙ্কানরা জয় পেলে আগামীকালের ম্যাচটিই হয়ে ওঠবে বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ।
সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জয় ব্যতীত আর কোনো পথ খোলা থাকবে না বাংলাদেশের জন্য। তাছাড়া এ ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার সুপার ফোর।
আরও পড়ুন:
‘এ’ গ্রুপের ম্যাচে আরব আমিরাত ও ওমান দুই দলই লড়বে নিজেদের অস্তিত্ব টেকানোর মঞ্চে। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।





