প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলকে ধোনি

ভারতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি
ভারতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি | ছবি: সংগৃহীত
0

প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ইডেন গার্ডেনে বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই অর্জনে নাম লেখান এমএসডি।

এই ম্যাচে ১৯৮ ডিসমিসাল নিয়ে খেলতে নামেন ৪৩ বছর বয়সী ধোনি। অষ্টম ওভারে আফগান স্পিনার নুরের বলে নারাইনকে স্টামড ও রাঘুভানসির ক্যাচ নিয়ে পৌঁছান এই মাইলফলকে।

২৫৯ ইনিংসে ধরা দিলো ধোনির এই অর্জন। ২০০ ডিসমিসালে ক্যাচ ১৫৩ টি ও স্টাম্পিং ৪৭ টি।

এখনো খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে ধোনির পরে আছে রিশাভ পান্থ। ১১২ ইনিংসে তার ডিসমিসাল ১০০ টি। ভারতীয় এই লিগে সর্বোচ্চ ম্যাচ খেলা ও নেতৃত্ব দেবার রেকর্ডও বগলদাবা করে রেখেছেন ধোনিই।

এসএইচ