পাকিস্তানের মাটিতে আবারও বাংলাদেশের জয়জয়কার। এবার রেকর্ডের ফুলঝুরি ছোটালেন টাইগ্রেসরা। সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে করলেন শুভসূচনা।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে থাই বোলারদের পাত্তাই দেননি টাইগ্রেস ব্যাটাররা। মাত্র তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলেন ২৭১ রান। যেটি ওয়ানডেতে বাংলাদেশের নারীদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
ক্যাপ্টেন জ্যোতি ব্যাটারদের নেতৃত্ব দিলেন সামনে থেকেই। গড়লেন বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। খেললেন ৮০ বলে ১০১ রানের ইনিংস। ফারজানা পিংকির পর দ্বিতীয় টাইগ্রেস ব্যাটার হিসেবে আর দলের পক্ষে সর্বমোট তৃতীয় সেঞ্চুরিটি পেলেন জ্যোতি।
কম যাননি শারমীন সুপ্তাও। তবে আরো একবার পুড়লেন সেঞ্চুরি মিসের আক্ষেপে। অপরাজিত রইলেন ৯৪ রান করে।
এর আগে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন সুপ্তা। এদিন ফিফটি এসেছে ফারজানা পিংকির ব্যাটেও।

থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়েই থেমে থাকেনি বাংলাদেশ। বরং বল হাতেও চেপে ধরে তাদের।
৫ বোলার হাত ঘুরালেও মূলত থাই ব্যাটারদের কাবু করেন দুই স্পিনার ফাহিমা আর সুমনা। দুইজনই স্পর্শ করেন ৫ উইকেট শিকারের মাইলফলক। এক ম্যাচে দুই বোলারের ৫ উইকেট শিকারের কীর্তিও প্রথমবার দেখলো ক্রিকেট বিশ্ব।
ব্যাটারদের পর বোলারদের রেকর্ডের দিনে বাংলাদেশের জয়টাও রেকর্ড ব্যবধানে। থাই নারীদের ১৭৮ রানে হারিয়েছে লাল-সবুজের দল। ওয়ানডেতে এত বড় ব্যবধানেও আর কখনও জেতেনি বাংলাদেশ।