রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তামিম ইকবাল

ক্রিকেট
এখন মাঠে
0

গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তামিম ইকবালকে। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ক্রিকেটারকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে এসে পৌঁছায়। এ সময় তামিমের সঙ্গে ছিলেন পরিবার ও চিকিৎসক দল।

জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছাড়েন তামিম। হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয় তামিমকে। এরপর তিনি অ্যাম্বুলেন্সে ওঠেন।

যথাযথ প্রটোকল দিয়ে তামিমের অ্যাম্বুলেন্স রওনা দেয় ঢাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে। রাত সাড়ে ৮টার দিকে এভারকেয়ারে এসে পৌঁছায় বহনকারী অ্যাম্বুলেন্স। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত এভারকেয়ারে পরবর্তী চিকিৎসা চলবে দেশসেরা এই ওপেনারের।

এর আগে আজ দুপুরে মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান মাসুদ জানান, পারিবারিক সিদ্ধান্তে তামিম ইকবালকে সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকায় আনা হচ্ছে। তামিমকে দেখতে দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে মোহামেডান পরিচালক সাংবাদিকদের এ তথ্য দেন।

ওই সময় মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান বলেন, 'তামিম আজকে সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকা নেয়া হবে। এ সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সম্ভবত এভারকেয়ারে যাবে তারা ইফতারের পর। শঙ্কাটা কেটে গেছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।'

গতকাল (সোমবার, ২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেখানে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে এই ব্যাটারের।

বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। গাজীপুরের কেপিজি হাসপাতালে তার হার্টে রিং প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তামিমকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল থেকে জানানো হয়, আজ তামিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এরপরই ঢাকা নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়।

এসএস